Home> রাজ্য
Advertisement

Dilip Ghosh: শমীক রাজ্য সভাপতি হতেই মুখ খুললেন দিলীপ ঘোষ! বলে দিলেন বড় কথা...

Dilip Ghosh: বুধবার বিজেপি রাজ্য সভাপতির পদে নরমপন্থী সুকান্ত মজুমদার দায়িত্ব শেষ করেন। নতুন দায়িত্বে শমীক ভট্টাচার্য। কলকাতায় এই অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর দলের কাছে আপাতত ‘চক্ষুশূল’ দিলীপ ঘোষ ব্যস্ত ছিলেন খড়্গপুরে জনসংযোগে।

Dilip Ghosh: শমীক রাজ্য সভাপতি হতেই মুখ খুললেন দিলীপ ঘোষ! বলে দিলেন বড় কথা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ এ শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) সামনে রেখেই ভোট হবে? প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, স্বাভাবিক ভাবেই উনি আমাদের নেতা এবং বিরোধী দলনেতাও। সুতরাং ওদের কথা মতো চলতে হবে। শমীক ভট্টাচার্য সিনিয়র নেতা, পার্টির নিয়ম মেনেই হয়েছে। সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে। আমি এখন কোনও পদে নেই, আমি কর্মীদের মত কাজ করছি।' শিল্পাঞ্চল দুর্গাপুরে রাজীব গান্ধী মেলা ময়দানে পরিদর্শনে এসে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এর আগে তিনি বলেছিলেন 'বাংলার জন্য বিজেপিই যথেষ্ট'। নতুন দল গঠনের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।  'দিলীপ ঘোষ নিজের দলে কোণঠাসা হয়ে দলের লাইনে ফেরার চেষ্টা করছেন', পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের।

দিলীপ বলেন, 'আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি। দল গঠন করার দরকার নেই। সত্তর বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই। আমরা ওই ধরণের রাজনীতি করি না'।

আরও পড়ুন: Muhammed Shami's maintenance case: শামী নাকি আসামি! 'ক্রিমিনাল' পেসারের কাছ থেকে মাসে ৪ লক্ষ টাকার খোরপোশ আদায় করছেন হাসিন জাহান...

দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাতত দূরে আছেন সদ্য বিবাহিত দিলীপ ঘোষ। জানা যায় কট্টর আরএসএস ছাত্র তথা বর্ষীয়ান দিলীপ ঘোষের বিবাহে আপত্তি জানিয়েছিল সংঘ। তিনি সেই নির্দেশ মানেননি। বিয়ের পরপর দিঘায় মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায়। রোখ চড়িয়ে দিলীপ ঘোষ ক্ষোভের প্রত্যুত্তর দেন। তারপর থেকে ক্রমে সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে আছেন তিনি।

বুধবার বিজেপি রাজ্য সভাপতির পদে নরমপন্থী সুকান্ত মজুমদার দায়িত্ব শেষ করেন। নতুন দায়িত্বে শমীক ভট্টাচার্য। কলকাতায় এই অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর দলের কাছে আপাতত ‘চক্ষুশূল’ দিলীপ ঘোষ ব্যস্ত ছিলেন খড়্গপুরে জনসংযোগে।

খড়্গপুর দিলীপ ঘোষের খাস এলাকা। তিনি প্রাক্তন সাংসদ। গত লোকসভা নির্বাচনে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে এনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। দিলীপ ঘোষ নিজের পরাজয় নিয়ে দলেরই একাংশ নেতাদের ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচনের পর থেকে তিনি প্রায় একঘরে।

আরও পড়ুন:  Chitpur murder case verdict: চিত্‍পুর দম্পতি হত্যাকাণ্ডে সঞ্জয়কে ফাঁ*সি দিলেন বিচারক! যদিও আরজি কর কাণ্ডে তিনিই সঞ্জয়কে...

বিজেপির অভ্যন্তরেই প্রশ্ন শমীকের নেতৃত্ব মেনে নেবেন দিলীপ? মণ্ডল থেকে মণ্ডলে এই প্রশ্নটি ছড়িয়ে পড়ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

 

 

Read More