Home> রাজ্য
Advertisement

Dilip Ghosh: ১৮-তেই বড় আপডেট! আর চারদিন পরেই দিলীপ ঘোষ যোগ দিতে চলেছেন...অবশেষে...

Dilip Ghosh: যদিও এরই মধ্যে দুর্গাপুরের সভায় দিলীপ ডাক পাবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কেননা দলের নির্দেশে শেষ মুহুর্তে ২০২৪-এর লোকসভায় বর্ধমান-দুর্গাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ।

Dilip Ghosh: ১৮-তেই বড় আপডেট! আর চারদিন পরেই দিলীপ ঘোষ যোগ দিতে চলেছেন...অবশেষে...

মৌমিতা চক্রবর্তী: 18 তারিখ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় যাছেন দিলীপ ঘোষ, সূত্র মারফত্‍ জানা যাচ্ছে। 

জল্পনার অবসান?

অবশেষে সব জল্পনার অবসান। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রণ পেলেন একসময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শমীক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ১৭ তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ। 

দিল্লিতে মিটিং: 

দিল্লিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলে এসেছেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী র আলিপুর দুয়ারে সভায় ও অমিত শাহ এর নেতাজি ইনডোর এর সভায় উপস্থিত ছিলেন না তিনি।
অবশেষে দুর্গাপুরের সভায় থাকবেন দিলীপ ঘোষ সূত্র এর খবর। 

 সস্ত্রীক দিলীপ ঘোষ:

দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক সেখানে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকের চক্ষুশূল হয়েছিলেন তিনি। এরই মধ্যে একের পর এক সভা-সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে একসময়ের দাবাং নেতার। মাঝখানে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার সম্ভবনা নিয়েও কানাঘুঁসো শোনা গিয়েছিল। দিলীপকেও এনিয়ে একাধিকবার প্রশ্ন করা হলে তিনিও জল্পনা উস্কে রেখেছিলেন। এমকী ‘জলও নেই, পোনাও নেই’ বলে বঙ্গ রাজনীতিতে ‘জল্পনা’র নয়া সংজ্ঞা দিয়েছিলেন তিনি।

সাংগঠনিক রদবদল: 

এরই মধ্যে পদ্ম শিবিরে সাংগঠনিক রদবদল হয়। সভাপতি পদে নির্বাচিত হন শমীক। যদিও নির্বাচন প্রক্রিয়ায় গড়হাজির ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ। এমনকী সংবর্ধনা সভাতেও ডাক পাননি তিনি। তবে দিলীপের মুখে শমীকের প্রশংসা শোনা গিয়েছিল। তারপরেই বর্তমান সভাপতির সঙ্গে দেখা করতে সল্টলেকের অফিসে যান প্রাক্তন সভাপতি। সেই সাক্ষাতের পরই সস্ত্রীক দিলীপের দিল্লি সফরের পর মনে করা হয়েছিল ফের স্বমহিমায় ধরা দিতে চলেছেন একসময়ের দাবাং পদ্ম নেতা।

যদিও এরই মধ্যে দুর্গাপুরের সভায় দিলীপ ডাক পাবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কেননা দলের নির্দেশে শেষ মুহুর্তে ২০২৪-এর লোকসভায় বর্ধমান-দুর্গাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ। যদিও সে সময় তাঁকে পরাজয় শিকার করতে হয়। সেই দুর্গাপুরেই ২৬-এর ভোটের আগে দিলীপের ডাক পাওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছিল। যদিও সেই জল্পনায় জল ঢেলে অবশেষে ডাক পেলেন দিলীপ। তবে এই সভার পর রাজনীতির ময়দানে দিলীপকে স্বমহিমায় দেখা যাবে কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Rajanya Haldar: 'হঠাত্‍ করে মনে হল ওর মোবাইলে আমার নগ্ন ছবি! ক্যামেরার সামনে সেজেগুজে বসে... বিস্ফোরক লাভলি মৈত্র

Ahmedabad plane Crash Survivor Ramesh: সারারাত খোলা চোখ, নির্বাক চাহনি! একমাস পরেও দুঃস্বপ্ন আর আতঙ্কে বিপর্যস্ত বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত রমেশ

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More