অয়ন ঘোষাল: স্ট্রং মনসুন ফ্লো রয়েছে। এর কারণে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার থেকে বুধবার পর্যন্ত। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও।
সিস্টেম
মৌসুমী অক্ষরেখা বিকানির শিখর শিবপুরি সিদ্ধি জামশেদপুর কন্টাই উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর ছত্রিশগড়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এটি উত্তর ছত্রিশগড় এবং উত্তর ওড়িশার উপর দিয়ে বিস্তৃত।
দক্ষিণবঙ্গ
আজ শনিবার বৃষ্টি কমবে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি তাই অস্বস্তি বাড়বে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। আংশিক মেঘলা আকাশ, পরে মেঘলা আকাশের সম্ভাবনা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস।
মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরো কমবে।
উত্তরবঙ্গ
আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে। কোনো কোনো জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে।
মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় বাড়ি বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।
কলকাতা
আজ মূলত মেঘলা আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কাল ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। স্ট্রং মনসুন ফ্লো র প্রভাবেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৪.৯ মিলিমিটার।
ভিন রাজ্যে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর প্রদেশ রাজস্থান ও মধ্যপ্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লিতে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হবে বিহার, ছত্রিশগড়, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, উত্তরাখণ্ড এবং বিদর্ভ কেরল, মাহে, কঙ্কন, গোয়া, রাজস্থান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)