Home> রাজ্য
Advertisement

সপ্তমীতে উত্সবের সপ্তসুর, নবপত্রিকা স্নানে শুরু পুজোর উপাচার

 ঢাকের বাদ্যি আর শরতের নীল আকাশের আবহে চারদিকে খুশির আমেজ। সকাল থেকেই নতুন জামা পরে প্যান্ডেলে হাজির কচিকাঁচারা। আজও সকাল থেকে শুরু প্যান্ডেল হপিং। সাত সুর আর সাত রঙের ঐকতানে আনন্দে মুখরিত দুর্গা পুজোর সপ্তমী।

সপ্তমীতে উত্সবের সপ্তসুর, নবপত্রিকা স্নানে শুরু পুজোর উপাচার

নিজস্ব প্রতিবেদন:  এক বছর পর বাপের বাড়ি এসেছেন উমা। উত্সবের আনন্দে মাতোয়ারা  বাংলার প্রতিটি কোণা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নব পত্রিকা স্নান দিয়ে শুরু হয়ে গিয়েছে সপ্তমীর পুজোর উপাচার। ঢাকের বাদ্যি আর শরতের নীল আকাশের আবহে চারদিকে খুশির আমেজ। সকাল থেকেই নতুন জামা পরে প্যান্ডেলে হাজির কচিকাঁচারা। আজও সকাল থেকে শুরু প্যান্ডেল হপিং। সাত সুর আর সাত রঙের ঐকতানে আনন্দে মুখরিত দুর্গা পুজোর সপ্তমী।

Read More