Home> রাজ্য
Advertisement

জল ছাড়ার পরিমাণ আরও কমাচ্ছে DVC

জল ছাড়ার পরিমাণ আরও কমাচ্ছে DVC

ওয়েব ডেস্ক: নিম্নচাপ সরে গিয়েছে। বৃষ্টি কমেছে। বন্ধ হয়েছে এ রাজ্য এবং ঝাড়খণ্ডেও বৃষ্টি। তাই জল ছাড়ার পরিমাণ আরও কমাচ্ছে DVC । আজ প্রায় ১ লক্ষ কিউসেক জল কম ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ জল ছাড়া হবে ১লক্ষ ২৬ হাজার কিউসেক।

অন্যদিকে, জল বেড়েছে দামোদরের। সেই জলে ভাসছে গোটা এলাকা। জল যদি আরও বাড়ে, তাহলে হয়ত ক্ষেতের ফসল ক্ষেতেই নষ্ট হয়ে যাবে। তাই আর কোনও রকম ঝুঁকি নিতে নারাজ পূর্ব বর্ধমানের জামালপুরের বেড়ুগ্রামের বাসিন্দারা। বাসিন্দারাই বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করতে নেমেছেন।

এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল

বৃষ্টি কমলেও শহরের বেশ কয়েকটি এলাকা এখনও জলবন্দি

Read More