Home> রাজ্য
Advertisement

CPM: চটুল মিউজিকে মহিলা কর্মীদের সঙ্গে নাচ! প্রবল বিতর্কে দুই বাম যুবনেতা...

CPM:   'আমাদের সংগঠনে নাচ গান নিষিদ্ধ নয়। বিভিন্ন কর্মসূচীতে তা হয়েই থাকে'. দাবি বাম যুবনেতার।

CPM: চটুল মিউজিকে মহিলা কর্মীদের সঙ্গে নাচ! প্রবল বিতর্কে দুই বাম যুবনেতা...

মৃত্য়ুঞ্জয় দাস: পিছনে  গণতান্ত্রিক যুব ফেডারেশন লেখা ফ্লেক্স। পাশে  শহিদ যুব নেতা মইদুল মিদ্যার কাট আউট। তার সামনেই চটুল গানে দলের দুই মহিলা কর্মীদের সঙ্গে রীতিমতো কোমর দুলিয়ে নাচছেন সিপিএমের দুই যুব নেতা! ভিডিয়ো ভাইরাল হতেই  শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ায়। অভিযুক্ত দুই নেতার অবশ্য দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিকৃত ভিডিয়োটি করা হয়েছে।  

আরও পড়ুন: Digha Jagannath Temple: বাড়ি থেকে পালিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরে! দুই নাবালককে....

সম্প্রতি সুশান্ত ঘোষ থেকে শুরু করে বংশগোপাল চৌধুরী একের পর এক সিপিএম নেতার ভিডিও ভাইরাল হয়। যার জেরে ওই দুই নেতার বিরুদ্ধে দলগতভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বাঁকুড়ার দুই ডিওয়াইএফআই জেলা নেতার ভিডিও ভাইরাল হল সামাজিক মাধ্যমে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলেরই মহিলা কর্মীদের সঙ্গে নাচছেন  ডিওয়াইএফআইয়ের বাঁকুড়া জেলার দুই নেতা অভীক মিশ্র ও শুভেন্দু মন্ডল।  অভীক অবশ্য বলেছেন, 'আমাদের সংগঠনে নাচ গান নিষিদ্ধ নয়। বিভিন্ন কর্মসূচীতে তা হয়েই থাকে। তবে এমন চটুল গান বা নাচের সংস্কৃতি তাঁদের সংগঠনে নেই'। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে ওই ভিডিয়োটিতে চটুল গান যুক্ত করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Cyclone Shakti Update: বিপদ টলেনি! মে মাসেই ফের ধেয়ে আসছে 'শক্তি', বাংলায় কবে-কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More