নিজস্ব প্রতিবেদন: সীমান্তের কড়া প্রহরা এড়িয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছিল ৮ বাংলাদেশি। তিন মহিলা-সহ ওই ৮ বাংলাদেশিকে শেষপর্যন্ত আটক করল বিএসএফ(BSF)।
পুলিস সূত্রে খবর, দালালদের মাধ্যমে ওইসব বাংলাদেশি নাগরিক(Bangladeshi National) ভারতে ঢুকে লুকিয়েছিল স্বরূপনগর(Swarupnagar) সীমান্তের বিথারি গ্রামে। সেই খবর পেয়ে শুক্রবার রাতে গ্রামে হানা দেয় বিএসএফ। তল্লাশি চালাতেই খোঁজ মেলে ৩ মহিলা-সহ মোট ৮ জন বাংলাদেশির। অন্যদিকে,সীমান্ত পেরিয়ে আজ সকালে বিথারি বাজারে গাড়িতে ওঠার সময়ে অন্য ৩ জন বাংলাদেশিকে ধরে ফেলে পুলিস।
ওইসব বাংলাদেশিকে আজ বসিরহাট(Basirhat) মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন-সাতসকালেই ফুটপাতে ভারী কিছু পড়ার শব্দ, প্রতিবেশীরা উদ্ধার করলেন ব্যবসায়ীর রক্তাক্ত দেহ
উল্লেখ্য, দেশভাগের পর উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিভিন্ন জায়গায় ভারত-বাংলাদেশ সীমান্তে আজও কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। সেই সুযোগেই ওইসবহ এলাকা দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে বহু বাংলাদেশি। অধিকাংশ সময় তারা দালালের মাধ্যমে বাংলায় ঢুকে সীমান্তবর্তী গ্রামগুলিতে থাকতে শুরু করে। পরে সুযোগ মতো অন্য জায়গায় পালিয়ে যায়। গত ১২ জানুয়ারি ৭ জন বাংলাদেশিকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে, ১৯ জানুয়ারি বিএসএফের হাতে আটক হয় আরও ৩ বাংলাদেশি।