Home> রাজ্য
Advertisement

Hooghly: দোকানে নাবালিকার শ্লীলতাহানি! হাতেনাতে পাকড়াও বৃদ্ধ...

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম  কার্তিক সাধুখাঁ। ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকায় রাজা বাজারে ঘড়-বিচালির দোকান রয়েছেন তাঁর।

Hooghly: দোকানে নাবালিকার শ্লীলতাহানি! হাতেনাতে পাকড়াও বৃদ্ধ...

বিধান সরকার: দোকানের ভিতরে নাবালিকার শ্লীলতাহানি? বৃদ্ধকে হাতেনাতে পাকড়াও করলেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে আটক করেছে পুলিস। আসানসোলের পর এবার হুগলির ভদ্রেশ্বর।

আরও পড়ুন: পরকীয়ায় জড়িয়ে সন্তান, ২ লাখে সদ্যোজাতকে বিক্রি মায়ের!

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম  কার্তিক সাধুখাঁ। ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকায় রাজা বাজারে ঘড়-বিচালির দোকান রয়েছেন তাঁর। ঘড়িতে তখন ১২টা। এদিন দুপুরে ওই দোকানে মহরমের চাঁদা তুলতে যান কয়েকজন যুবক। তাঁরা দেখেন, দোকানের ভিতরে জবুথুবু হয়ে বসে রয়েছে বছর আটেকের এক নাবালিকা!

কেন? সন্দেহ হয় ওই যুবকদের। তাঁদের দাবি, যখন কারণ জানতে চান, তখন ওই নাবালিকা জানায়, তার শ্লীলতাহানি করেছেন দোকান মালিক কার্তিক সাধুখাঁ! ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তেলেনিপাড়া ফাঁড়িতে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় ভদ্রেশ্বর থানার পুলিস। গ্রেফতার নয়, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্তের ভাই শ্যামল সাধুখাঁর অবশ্য দাবি, 'দাদাকে ফাঁসানো হয়েছে। বেশি চাঁদা না দেওয়ার মিথ্যা অভিযোগ করছে'। 

এদিকে আসানসোলে স্কুলেই শ্লীলতাহানির শিকার ছাত্রী! কীভাবে? কাঠগড়ায় স্কুলের এক অশিক্ষক কর্মচারী। এদিন ওই স্কুলে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। চলে পথ-অবরোধও। অভিযোগকারী কে? কার সঙ্গে এমন ঘটনা ঘটেছে? তা অবশ্য জানা যায়নি।  ঘটনাটি সত্য নাকি অপপ্রচার, তা খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন: Malbazar: হেঁটে পার হচ্ছিলেন নদী, লহমায় টেনে নিয়ে গেল তীব্র স্রোত! বোনের চোখের সামনে দিদির মৃত্যু...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More