Home> রাজ্য
Advertisement

সম্পত্তির ভাগ না পেয়ে মাকে মারধর করে ঘরছাড়া করল দুই মেয়ে-জামাই

সম্পত্তির ভাগ না পেয়ে মাকে মারধর করে ঘরছাড়া করল দুই মেয়ে-জামাই

ওয়েব ডেস্ক: সম্পত্তির ভাগ চাই। আর সেটা না পেয়েই মাকে মারধর করে ঘরছাড়া করল দুই মেয়ে-জামাই। অসহায় মা শেষমেষ দ্বারস্থ হয়েছেন বোলপুর থানার। নিজের বাড়ি থাকতেও আশ্রয় নিয়েছেন ছেলের কাছে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মা জীবিত। কিন্তু, এখনই চাই বাড়ির দখল। এমনই দাবি দুই মেয়ে আর জামাইয়ের । অনড় বৃদ্ধাও । কিছুতেই এখনই লিখে দেবেন না বসতবাড়ি। আর তাতেই বেজায় ক্ষেপে মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মেয়ে-জামাইদের বিরুদ্ধে । ঘরছাড়া মা ছুটে গিয়েছেন পুলিসের কাছে। আপাতত মাথা গুঁজেছেন ছেলের কাছে।

রাত নামলেই আতঙ্কে সিঁটিয়ে যান বীরভূমের মহম্মদবাজারের মনিহারিপাড়ায় গ্রামের মানুষ

Read More