Home> রাজ্য
Advertisement

শিক্ষানীতিতে ঐকমত্য গড়তে আসরে এবার খোদ প্রধানমন্ত্রী

আসরে খোদ প্রধানমন্ত্রী। সব রাজ্যের রাজ্যপাল, শিক্ষামন্ত্রীদের নিয়ে  ৭ সেপ্টেম্বর সভা করবেন নমো। সেখানে উপস্থিত থাকবেন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি-সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও।

শিক্ষানীতিতে ঐকমত্য গড়তে আসরে এবার খোদ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ দিন ধরে চলে আসা শিক্ষানীতিতে বদল আনতে চায় কেন্দ্র। আগেই সে কথা ঘোষণা হয়েছে। তবে এই শিক্ষানীতির বিরোধিতায় সরব হয়েছে বিরোধীদের একাংশ। কিন্তু ইতিমধ্যেই শিক্ষানীতিতে বদল আনতে আরও এক ধাপ পা বাড়াল মোদী সরকার।

আরও পড়ুন:  পকেট থেকে পিএম কেয়ার ফান্ডে ২ লক্ষ ২৫ হাজার টাকা দিয়েছেন নমো!

আসরে খোদ প্রধানমন্ত্রী। সব রাজ্যের রাজ্যপাল, শিক্ষামন্ত্রীদের নিয়ে  ৭ সেপ্টেম্বর সভা করবেন নমো। সেখানে উপস্থিত থাকবেন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি-সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও। কয়েক দিন আগে সব বিতর্কের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এক তরফা ভাবে কায়েম করা হচ্ছে না  নতুন শিক্ষানীতি। 

নতুন শিক্ষানীতিতে মাথায় রাখা হচ্ছে একুশ শতকে ভারতের চাহিদা। সেই অনুযায়ী তৈরি হবে পঠন পাঠনের নিয়ম। নতুন শিক্ষানীতিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষায় পাঠদানের কথা বলা হয়েছিল। সেখানে অনেকেই ইংরেজি  শিক্ষার মান কমে যাওয়ার প্রশ্ন তুলেছিল। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তাঁরা কখনই ইংরেজি শিক্ষার বিরুদ্ধে নয়। তবে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষায় পড়লে পড়ুয়ারা আনন্দিত হবে। এবার সব দাবি, অভিযোগ মাথায় রেখেই নতুন শিক্ষানীতি কায়েম করতে এক পা বাড়াল মোদী সরকর।

Read More