Home> রাজ্য
Advertisement

আমফানের ২৬ দিন পরও বিদ্যুৎহীন গ্রাম, প্রাণের ঝুঁকি নিয়ে খুঁটি মেরামতিতে বাসিন্দারাই

প্রায় এক মাস হতে চলল। কিন্তু গ্রামজুড়ে এখনও পড়ে আছে আমপানের তাণ্ডবের চিহ্নগুলো। এখনও ভাঙা বাঁধ। এখনও মুখ থুবড়ে পড়া বিদ্যুতের খুঁটি মাথা তুলে দাঁড়ায়নি। 

আমফানের ২৬ দিন পরও বিদ্যুৎহীন গ্রাম, প্রাণের ঝুঁকি নিয়ে খুঁটি মেরামতিতে বাসিন্দারাই

নিজস্ব প্রতিবেদন: আমফানের পর ২৬ দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও গ্রামে বিদ্যুত্ ফেরেনি ক্যানিংয়ের গোলাবাড়ি ইটখোলায়। হা-পিত্যেশ অপেক্ষায় ক্লান্ত গ্রামবাসীরা এবার নিজেরাই খুঁটি মেরামতির কাজে নেমেছেন!

আjও পড়ুন: আয় বন্ধ ২ মাস, আধপেটা খেয়ে দিন কাটাচ্ছে ২০০ পরিবার, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি মেলাশিল্পীদের

প্রায় এক মাস হতে চলল। কিন্তু গ্রামজুড়ে এখনও পড়ে আছে আমপানের তাণ্ডবের চিহ্নগুলো। এখনও ভাঙা বাঁধ। এখনও মুখ থুবড়ে পড়া বিদ্যুতের খুঁটি মাথা তুলে দাঁড়ায়নি। ঝড়ের পর থেকেই অন্ধকারে ডুবে ক্যানিংয়ের গোলাবাড়ি ইটখোলা। কারও সাড়া না পেয়ে শেষমেশ কোমর বেঁধেছেন গ্রামবাসীরাই। আর্জি-আকুতি ছেড়ে এবার গ্রামে আলো ফেরানোর চেষ্টা করছেন নিজেরাই!

প্রাণের ঝুঁকি নিয়ে গ্রামের ছেলেরাই বিদ্যুতের খুঁটি মেরামত করছেন। কতদিন আর অন্ধকারে বাঁচা যায়? পরিস্থিতি শোচনীয় , বকলমে মানছেন পঞ্চায়েত সদস্যও। সাফাই দিয়ে বলছেন কর্মীর অভাবের কথা। একমাস পরেও সুরাহা হয়নি। এখনও দুর্যোগের ক্ষত  নিয়েই বেঁচে আছে গ্রাম। আলোর অপেক্ষায় আর হাত গুটিয়ে বসে নেই, নিজের গ্রামকে বাঁচাতে মাঠে নেমেছেন নিজেরাই!

Read More