Home> রাজ্য
Advertisement

Fake IPS Officer: 'আইপিএস' পাত্র পেতেই যেন হাতে চাঁদ পান! 'পুলিস সুপারের' ফাঁদে পড়ে ১১ লাখ খোয়ালো মেয়ের বাড়ি...

Fake IPS Officer arrested: নিজেকে আইপিএস পরিচয় দিয়ে এক মেয়ের পরিবারের কাছ থেকে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত যুবক।

Fake IPS Officer: 'আইপিএস' পাত্র পেতেই যেন হাতে চাঁদ পান! 'পুলিস সুপারের' ফাঁদে পড়ে ১১ লাখ খোয়ালো মেয়ের বাড়ি...

বিমল বসু: ২০২৩ সালে বারুইপুর পুলিস জেলার সাসপেন্ডেড হোমগার্ডের কীর্তি! ভুয়ো পুলিস সুপারের পরিচয় দিয়ে বিয়ে করার চেষ্টা! বিয়ের নাম করে হাড়োয়ার এক মেয়ের বাড়ি থেকে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা প্রতারণা! অবশেষে প্রতারণার অভিযোগে গ্রেফতার ওই যুবক। ধৃতকে আজ আদালতে পেশ করা হয়। ৩ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের।

 

পুলিস সূত্রে জানা গেছে, হাড়োয়া থানা এলাকার এক মেয়ের সঙ্গে আইপিএস পরিচয় দিয়ে তাদের পরিবারের কাছ থেকে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় এক যুবক। এর পর তাঁরা বুঝতে পারেন যে, তাঁরা প্রতারিত হয়েছেন। হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিস যাদবপুর এলাকা থেকে ২৭ বছরের রণজয় চ্যাটার্জি ওরফে সুস্মিত সেনকে গ্রেফতার করে। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম রণজয় চ্যাটার্জি ওরফে সুস্মিত সেনের বাড়ি এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর এলাকায়। পুলিস জানিয়েছে, এই যুবকের নামে বিভিন্ন থানা এলাকায় পুলিস সুপারের পরিচয়ে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। একাধিক নাম অর্থাৎ ছদ্মনাম ব্যবহার করে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত অভিযুক্ত যুবক।

পাশাপাশি নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করেও একাধিক জায়গায় প্রতারণা করে বেড়াত এই যুবক।  ওই যুবকের ফাঁদে পড়েন হাড়োয়া থানা এলাকার এক যুবতীর পরিবার। তাদের কাছ থেকেও প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক।

আরও পড়ুন, Kolkata Student Death: পরীক্ষায় বড় ভয়! পড়ে রইল অংকের খাতা, মায়ের শাড়িতেই 'মেধাবী' ছাত্র...

আরও পড়ুন, Brazilian hiker Death: সামিটের খুব কাছে... আগ্নেয়গিরির 'মধ্যে' পড়ে ২০ মিনিটেই মৃত্যু! ২৬- তরুণী শেষ মেসেজে মা-কে লেখেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More