Home> রাজ্য
Advertisement

Asansol Horror: নিজের মেয়েকে ধ*র্ষ*ণ করে নৃশংস খু*ন! 'গুণধর' বাবাকে আদালতের নজিরবিহীন রায়...

Asansol Crime: আসানসোল আদালতে নজিরবিহীন সাজা ঘোষণা। মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফাঁসির সাজা ঘোষণা বাবাকে। আসানসোল পকসো আদালতের বিচারক সুপর্ণা বন্ধোপাধ্যায় ঘোষণা করেন এই সাজা। আসানসোলের হীরাপুর থানার নরসিংবাঁধ এলাকার ঘটনা। 

Asansol Horror: নিজের মেয়েকে ধ*র্ষ*ণ করে নৃশংস খু*ন! 'গুণধর' বাবাকে আদালতের নজিরবিহীন রায়...

বাসুদেব চট্টোপাধ্যায়: নিজের মেয়েকে ধর্ষণ করে খুন। নৃশংস কাণ্ডের দায়ে বাবাকে ফাঁসির সাজা ঘোষণা আদালতের। ৬ অগাস্ট বুধবার আসানসোলের বিশেষ পকসো আদালতের বিচারক ফাঁসির নির্দেশ দিয়েছেন। এই ঘটনার একবছর তিনমাসের মধ্যেই এই সাজা ঘোষণা হয়। 

আরও পড়ুন:Father Killed Son-in-Law: নার্সিং পড়ুয়া মেয়ে বিয়ে করে ভিন জাতের ছেলেকে! সেই রাগে বাবা গু*লি করে মারল...

আদালত সূত্রে খবর, হীরাপুর থানার নরসিংবাঁধে হাড়হিম করা হত্যাকাণ্ড সামনে এসেছিল ২০২৪ সালের ১৩ মে সকালে। গৃহবধূর আর্তনাদে ঘুম ভাঙে পাড়া প্রতিবেশীর। বিছানায় পড়ে ১৫ বছরের নাবালিকা। গলায় দাগ, নাক-কান দিয়ে রক্ত বের হচ্ছে। মা, মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও বাধা দিচ্ছে বাবা। এই অবস্থায় প্রতিবেশীরাই জোর করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মেয়ের মায়ের অভিযোগে গ্রেফতার হয় বাবা।

ঘটনার তদন্ত যত এগিয়েছে হত্যাকাণ্ডের বীভৎসতা সামনে এসেছে। ময়নাতদন্তে জানা গিয়েছে, মেয়েটিকে খুন করার আগে ধর্ষণ করা হয়। তারপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পুলিস একটি ডাস্টবিন থেকে খুনে ব্যবহৃত দড়িটি উদ্ধার করে। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ হওয়ার পর একবছর তিনমাসের মধ্যেই অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করেন বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। সোমবার আসানসোল আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনার ১৫ মাসের মধ্যে হল সাজা ঘোষণা। সরকারি আইনজীবি সোমনাথ চট্টোরাজ। এই কেসের তদন্তকারী আধিকারিক শুভাশিস বন্ধোপাধ্যায়।

আরও পড়ুন:Lucknow: বিয়ের ছ'মাসেই নববধূর রহস্যমৃ*ত্যু! নেভি অফিসার স্বামীই খু*নি?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More