কিরণ মান্না: কাঁথির পিছাবনীতে ফের পাঁশকুড়া চিপস কাণ্ডের ছায়া। স্কুলের এক ছাত্রীকে কটুক্তির মিথ্যে অপবাদ। সহ্য করতে না পেরে আত্মঘাতী ছাত্র। 'বাবা, আমি ভুল করিনি, ও মেয়েটাকে আমি চিনি না'- সুইসাইড নোট রেখে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্র।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পিছাবনীতে নবম শ্রেণির ছাত্র সূর্য মান্না (১৫) আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মৃত্যুর আগে লেখা সুইসাইড নোটে সে জানিয়েছে, সে নির্দোষ এবং অভিযুক্ত ছাত্রীকে চিনত না।
কী অভিযোগ ছিল সূর্যর বিরুদ্ধে:
সূর্যর বিরুদ্ধে স্কুলের এক অষ্টম শ্রেণির ছাত্রীকে কটুক্তির অভিযোগ ওঠে। এরপর পিছাবনী বাজারে কিছু লোকজন তাকে আটকে মারধর ও অপমান করে বলে অভিযোগ। সেসময় উপস্থিত ছিলেন ছাত্রের বাবা-মাও। রাতে পরিবারের কাছে নিজের নির্দোষতার কথা জানায় সূর্য। পরদিন সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়।
আরও পড়ুন:Bengal Weather Update: সরছে নিম্নচাপ! ভারী বৃষ্টিতে এখন ভাসবে না বাংলা, তবে মঙ্গল থেকে ফের...
পরিবারের অভিযোগ, নাবালিকা ছাত্রীর বাবাই ছেলেকে মানসিক নির্যাতনের জন্য দায়ী। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে পাঁশকুড়ার ‘চিপস কাণ্ড’-কে, যেখানে এক সপ্তম শ্রেণির ছাত্রকে চুরি অপবাদে হেনস্থা করে আত্মহত্যায় বাধ্য করা হয়েছিল।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)