নিজস্ব প্রতিবেদন : এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল বাবা সহ ৪ জনের বিরুদ্ধে। ৪ জন তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে, তাঁর উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্তমানে ওই যুবতী বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি।
বীরভূমের বোলপুরের মুলুক এলাকায় আদিবাসী পাড়ার বাসিন্দা নির্যাতিতা ওই যুবতী। অভিযোগ, ওই যুবতীর শ্লীলতাহানি করে, তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে, তাঁকে ধর্ষণ করে বাবা সহ ৪ জন। ইতিমধ্যেই এই ঘটনায় ওই যুবতীর মাসতুতো দিদি পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন। বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে বলেই পুলিস সূত্রে খবর।
অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন বোলপুর মহকুমা পুলিস আধিকারিক ( SDPO) অভিষেক রায়। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযোগকারী যুবতীর বাবা ও মা। গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।
Hanskhali: হাঁসখালিতে নাবালিকার রহস্যমৃত্য়ুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি হাতুড়ে ও শ্মশানকর্মীর
Minor Rape: টিউশন থেকে ফিরছিল ১১ বছরের নাবালিকা, তুলে নেয় যুবক, রাস্তার পাশে করমচা বাগানেই তারপর...