সৌরভ চৌধুরী: বিধ্বংসী আগুনে জ্বলছে জঙ্গল। ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রামের সাঁকরাইলে। মঙ্গলবার দুপুর নাগাদ সাঁকরাইলের প্রতাপপুর জঙ্গল-লাগোয়া এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এলাকায় দেখা দেয় আতঙ্ক।
আগুন ছড়িয়ে পড়তে থাকে বৃহত্তর এলাকায়। সেখানকার ঘরবাড়ি বাঁচানোর তাগিদে হুড়োহুড়ি পড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
কেন আগুন লেগেছে? দাবানল? আগুন লাগার কারণ অবশ্য জানা যায়নি। এই সময়টায় প্রাকৃতিক ভাবেই জঙ্গলে আগুন লেগে যায় অনেক সময়ে। তবে এবার এখানে কী ঘটেছে তা জানা যায়নি। স্থানীয়রা বলছেন, হ্যাঁ, প্রতিবারই গরমের শুরুতে জঙ্গলে আগুন লাগে। এবং তাঁদের আরও অভিযোগ, এই আগুন মোটেই প্রাকৃতিক নয়, এই আগুন লাগায় এ অঞ্চলের একাংশের দুষ্কৃতীরাই। আর এতে দিনের পর দিন ধরে এখানকার জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শুরু হয়েছে আগুন নিয়ন্ত্রণের কাজ। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের একটি ইঞ্জিনও!
প্রসঙ্গত, কদিন আগেই ভয়াবহ দাবানলের খবর মিলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে। সেখানে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। জানা গিয়েছিল, সেখানে আগুনে পুড়েছে গাছের পর গাছ, পুড়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। দেখা গিয়েছিল, ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠে যাচ্ছে আকাশে। পরিস্থিতি এতই সঙ্গিন হয়ে পড়ে যে, দাবানলের কারণে সেখানকার সানরাইজ হাইওয়ে বন্ধ করে দিতে হয়। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে আগুন নেভানোর কাজ। প্রচণ্ড হাওয়ায় তা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দমকল কর্মীদের কাছে। এর মাত্র ৩ মাইল দূরেই রিভারহেড সম্প্রদায়ের জনবসতি। আতঙ্কে প্রমাদ গুনছেন তাঁরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)