Home> রাজ্য
Advertisement

Firing in Naihati: পিকনিকের আনন্দেও এবার শূন্যে গুলি! গ্রেফতার ২...

Firing in Naihati: ধৃতদের কাছ থেকে উদ্ধার সেভেন এমএম পিস্তল।

Firing in Naihati: পিকনিকের আনন্দেও এবার শূন্যে গুলি! গ্রেফতার ২...

জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: হাতে সেভেন এমএম পিস্তল। পিকনিকেও এবার শূন্য়ে গুলি! ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।

আরও পড়ুন:  Arambag: প্রকাশ্যে নাবালিকাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল জঙ্গলে, তারপর যা হল...ভয়ংকর!

পুলিস সূত্রে খবর, গতকাল রবিবার ২৬ জানুয়ারির রাতে পিকনিক চলছিল নৈহাটির শিবদাসপুর থানার ভবাগাছির এলাকার মল্লিকবাগানে। নাচ-গান, হইহুল্লোড়ে মেতে উঠছিলেন বেশ কয়েকজন যুবক। বসেছিল মদ্যপানের আসরও। এরপর আমচকাই শূন্যে দু'রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলির শব্দে পেয়ে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দা। পুলিস আসে। গ্রেফতার করা হয়  প্রদীপ বর্মন ও সুরজিত্‍ হালদার নামে দু'জনকে। তাঁদের কাছে সেভেন এমএম পিস্তল পাওয়া গিয়েছে।

আরও পড়ুন:  Barrackpore: ১০ হাজার টাকা বিধবা ভাতার জন্য-ই ব্যারাকপুরে শাশুড়িকে খুন জামাইয়ের!

এদিকে মালদহের মানিচক আবার ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দিয়েছে সেই ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে। একটি লাইনে পর পর দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে গুলি ছুঁড়ছেন বেশ কয়েকজন যুবক।    শুধু তাই নয়, গুলি চালানোর সময়ে রীতমতো হাততালি দিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিস। কিন্তু কারা গুলি চালাল? এখনও পর্যন্ত আটক বা গ্রেফতারির কোনও খবর নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More