Home> রাজ্য
Advertisement

গন্ডারের ধাক্কায় বন আধিকারিকের মৃত্যু

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাইকে করে বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন উত্তমবাবু।

গন্ডারের ধাক্কায় বন আধিকারিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:  গন্ডারের হানায় জলদাপাড়ায় মৃত্যু হল এক বন আধিকারিকের। মৃতের নাম উত্তম সরকার (৫৮)। তিনি জলদাপাড়া উত্তর রেঞ্জের বিট অফিসার ছিলেন। 
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাইকে করে বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন উত্তমবাবু। কিন্তু অফিসে পৌঁছননি তিনি। সারা রাত নিখোঁজ থাকার পর সকালে বনাঞ্চলে তাঁর দেহ উদ্ধার হয়। ছিন্নভিন্ন দেহ দেখে চিকিত্সকদের ধারণা গন্ডারের হামলায় মৃত্যু হয়েছে উত্তমবাবুর। 

আরও পড়ুন: মা ও মেয়ের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে রহস্য!

ওই রেঞ্জের বনকর্মীরা যদিও অভিজ্ঞ বন আধিকারিকের এহেন মৃত্যুতে হতভম্ব। কেন শীতের সন্ধ্যায় উত্তরবাবু জঙ্গলের ভিতরে যেতে গেলেন বুঝতে পারছেন না কেউ। তাঁদের ধারণা, চোরাশিকারের কোনও নির্দিষ্ট খবরের ভিত্তিতেই তল্লাশিতে গিয়েছিলেন উত্তমবাবু। ঘটনায় চোরাশিকারিদের হাত রয়েছে কি না তা নিয়েও তদন্ত দাবি করেছেন অনেকে। 

Read More