Home> রাজ্য
Advertisement

Siliguri Shocker: 'মা ডাকছে তোকে...', বাবার বন্ধুর ডাকে বেরোল চোদ্দর কিশোরী! তারপরই লালসার নগ্ন কামড়...

Siliguri Shocker: অভিযোগ, এরপর নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ডিএস কলোনি রেল ইয়ার্ডের একটি ফাঁকা রেলবগিতে  গামছা দিয়ে হাতমুখ বেঁধে আটকে রাখে

Siliguri Shocker: 'মা ডাকছে তোকে...', বাবার বন্ধুর ডাকে বেরোল চোদ্দর কিশোরী! তারপরই লালসার নগ্ন কামড়...

নারায়ণ সিংহরায়: শেষপর্যন্ত বাবার বন্ধু! শিলিগুড়ির এক ব্যক্তির বিরুদ্ধে তার বন্ধুর কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের রেলইয়ার্ডে। একটি মালগাড়ির বগির মধ্যে ওই ভয়ংকর ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। অভিযোগ, ১৪ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করে নয়ন বর্মন নামক এক ব্যক্তি। নয়নের বাড়ি ফুলবাড়ি-২ এর হাতিয়াডাঙ্গা এলাকায়।

নিউ জলপাইগুড়ি জিআরপি সূত্রে খবর, সোমবার দুপুরে এনজেপি তে নিজের বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। নাবালিকার মা পরিচারিকার কাজ করেন। তিনি সারাদিন বাড়িতে থাকেন না। সেই সুযোগকেই কাজে লাগিয়ে সোমবার দুপুরে অভিযুক্ত নাবালিকার বাবার বন্ধু নয়ন বর্মন ওই নাবালিকার বাড়িতে ঢুকে নাবালিকাকে বলে তার মা তাকে ডেকেছে তাই সে তাকে নিয়ে যেতে এসেছে।

নাবালিকা নয়ন বর্মনের কথায় রাজি না হলে নয়ন বর্মন জোর করে নাবালিকাকে তার টোটোতে উঠিয়ে নেয়। অভিযোগ, এরপর অভিযুক্ত নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ডিএস কলোনি রেল ইয়ার্ডের একটি ফাঁকা রেলবগিতে গামছা দিয়ে হাতমুখ বেঁধে আটকে রাখে এবং তার উপর শারীরিক নির্যাতন সহ ধর্ষণের মতন জঘন্য কর্মকান্ড চালায়। সেই অবস্থাতেই অভিযুক্ত নাবালিকাকে সেখানে ফেলে পালিয়ে যায় এবং নাবালিকাকে হুমকি দেয় এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে। অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকার বাবার বন্ধু। দুই পরিবারের নিয়মিত যাতায়াতও ছিল দুই বাড়িতেই। সেই সূযোগকেই কাজে লাগিয়েই এই কাণ্ড ঘটায় অভিযুক্ত।

আরও পড়ুন-পরনারীর সঙ্গে শরীরী প্রেমে স্বামী! প্রতিবাদ করতেই স্ত্রীর গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে..

আরও পড়ুন-রাজ্য অশান্ত আর মুখ্যমন্ত্রী গান গাইছেন, কে শুনবে ওই গান? বিস্ফোরক দিলীপ

এদিকে ওই ঘটনার পর কোন রকমে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নাবালিকা সেখান থেকে বেরিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। এরমধ্যেই নাবালিকার মা বাড়িতে এসে নাবালিকাকে খুঁজে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। নাবালিকার মা তাকে খুঁজতে খুঁজতে দেখে যে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে। এরপরে নাবালিকা তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এরপরেই নাবালিকার পরিবারের তরফে এনজেপি জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়। নিউ জলপাইগুড়ি জিআরপি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

Read More