Home> রাজ্য
Advertisement

Asansol: আশীর্বাদ নিতে যেতেই সোনার মঙ্গলসূত্র ছিনিয়ে হাওয়া সাধুর দল, নাকা চেকিংয়ে পাকড়াও

Asansol: অভিযোগ পেয়েই তদন্তে নেমে পড়ে পুলিস। তারা লক্ষ্য করেন কলকাতার দিক থেকে চার চাকার ওই গাড়িটি ফের কুলটির দিকে আসছে

Asansol: আশীর্বাদ নিতে যেতেই সোনার মঙ্গলসূত্র ছিনিয়ে হাওয়া সাধুর দল, নাকা চেকিংয়ে পাকড়াও

বাসুদেব চট্টোপাধ্যায়: সাধু বেসে এলাকায় ঘুরছিলেন। সেই সাধুর আসল রূপ বেরিয়ে এল সোনার গয়না দেখে। ভিন রাজ্যের ৪ লুটেরাকে গ্রেফতার করল কুলটি থানার পুলিস। ওই ৪ যুবক উত্তরাখণ্ড ও হরিয়ানার বাসিন্দা। তাদের আজ আদালতে তোলা হচ্ছে।

সোমবার ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণ বাউরি তার স্ত্রীকে নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন। ঠিকঠাক ভাবে পুজো দিয়ে তারা ঘরে ফেরার জন্য রওনা দেন। কিন্তু মন্দির থেকে ফেরার পথে দামাগড়িয়া রেলব্রিজের কাছে ৪ 'সাধুর' সঙ্গে তাদের দেখা হয়। তাদের সঙ্গে কথা হয় সাধুদের। তারা সাধুদের আশীর্বাদ চান। তখনই ঘটে যায় অদ্ভূত ঘটনা।

কৃষ্ণের স্ত্রীর গলায় ছিল সোনার মঙ্গলসূত্র।। সেই মঙ্গলসূত্র ছিনতাই করে লাফিয়ে গাড়িতে উঠে পড়ে সাধুরা। প্রবল বেগে গাড়িটি বেরিয়ে যায় কলকাতার দিকে। আচমকা ঘটে যাওয়া ওই ঘটনায় হতভম্ভ হয়ে যান কৃষ্ণ ও তাঁর স্ত্রী। সম্বিত ফিরে পেয়ে তারা দৌড়ন পুলিসের কাছে। অভিযোগ দায়ের করেন কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়িতে।

আরও পড়ুন-বঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব! ফের বানভাসি বাংলা, আবহাওয়ার লেটেস্ট আপডেট...

আরও পড়ুন-বজ্রপাত নাকি উল্কা! মধ্যরাতে তীব্র আলোর ঝলকানি আর শব্দে ফুটো হয়ে গেল বাড়ির ছাদ

এদিকে, অভিযোগ পেয়েই তদন্তে নেমে পড়ে পুলিস। তারা লক্ষ্য করেন কলকাতার দিক থেকে চার চাকার ওই গাড়িটি ফের কুলটির দিকে আসছে। খবর পেয়েই চৌরঙ্গী ফাঁড়ির পুলিস মেলাকোলা সংলগ্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে। সেই তল্লাশিতেই জালে পড়ে যায় ৪ যুবক। তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা উত্তরাখণ্ড ও হরিয়ানার বাসিন্দা। আজ তাদের আসানসোল আদালতে তোলা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More