বরুণ সেনগুপ্ত: স্বাস্থ্যসাথী কার্ডে চিকিত্সা করাতে গিয়ে বিপত্তি। হার্নিয়ার বদলে অ্যাপেনডিক্স অপারেশন! রোগী এখন শয্যাশায়ী। কাঠগড়ায় পানিহাটির একটি নার্সিংহোমে।
ঘটনাটি ঠিক কী? পানিহাটির দেশবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিত্ দাস। নার্সিংহোমে নয়, পানিহাটি হাসপাতালে হার্নিয়া অপারেশন করাতে গিয়েছিলেন তিনি। কিন্তু ওই হাসপাতালেরই চিকিত্সক বিশ্বজিত্ দাস রোগীকে নিয়ে চলে যান নিজের নার্সিংহোমে! এমনকী, স্বাস্থ্য কার্ডে অপারেশন হবে বলে আশ্বাসও দেন বলে অভিযোগ। এরপর যথারীতি অপারেশন হয়।
রোগী বিশ্বজিতের দাবি, অপারেশনের পর তিনি বুঝতে পারেন, হার্নিয়ার জায়গাটি উঁচু হয়ে রয়েছে। কিন্তু অভিযুক্ত চিকিত্সককে যখন যখন বিষয়টি জানান, তখন তিনি রীতিমতো ভয় দেখিয়ে দিনের পর দিন ঘোরাতে থাকেন বলে অভিযোগ। ব্যাথা বাড়তে থাকে। শেষে পরিবারে লোকেরাই ইউএসজি করান। সেই রিপোর্টে দেখে অন্য এক চিকিত্সক জানান, বিশ্বজিতের হার্নিয়া জায়গায় হার্নিয়া রয়ে দিয়েছে। অপারেশনই হয়নি! অপারেশন করা হয়েছে অ্যাপেনডিক্স জায়গায়।
আরও পড়ুন: Bengal Weather: আগামী চার-পাঁচ দিন ধরে ভাসবে সব জেলা! কবে থামবে এই দুর্যোগ?
এদিকে ভুল অপারেশনের কারণে হাঁটাচলার ক্ষমতা হারিয়েছেন বিশ্বজিত্। সারাদিন বিছানায় শুয়ে থাকেন। তাঁর অভিযোগ, স্বাস্থ্য সাথীর কার্ডে হার্নিয়া অপারেশন হয় না। ফলে নার্সিংহোমে কর্তৃপক্ষ কোনও টাকা পেত না। স্রেফ স্বাস্থ্যসাথীর টাকা পেতেই অ্যাপেনডিক্স অপারেশন করা হয়েছে। মুখ্যমন্ত্রীরা কাছে নার্সিংহোমের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিশ্বজিত্। তাঁর একটাই দাবি, নার্সিংহোমে গিয়ে আর কেউ যেন এমন প্রতারণার খপ্পরে না পড়েন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)