Home> রাজ্য
Advertisement

Kashem Siddique in TMC: ফুরফুরার আরও এক পীরজাদা এবার রাজনীতিতে, তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে...

Kashem Siddique in TMC: হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে শুরু করে মালদার আফরাজুলের নির্মম মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে দেখা গেছে ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকীকে

Kashem Siddique in TMC: ফুরফুরার আরও এক পীরজাদা এবার রাজনীতিতে, তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে...

বিধান সরকার: ইফতার মজলিশে ফুরফুরায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকীকে তৃণমূলের বলয়ে দেখা যাচ্ছিল। পার্ক সার্কাসে ফিরহাদ হাকিমের ডাকা ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সারিতে দেখা গিয়েছিল নওশাদ সিদ্দিকীর সম্পর্কে ভাই কাসেম সিদ্দিকীকে। সেই কাসেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদকের পদে নিয়ে এল তৃণমূল কংগ্রেস।

ফুরফুরার পীরজাদাদের মধ্যে ত্বহা সিদ্দিকী সরাসরি রাজনীতি না করলেও মাঝেমধ্য়েই রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরব হন। তাঁর পাশপাশি আর এক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে আইএসএফের বিধায়ক। এবার রাজনীতিতে চলে এলেন নাওশাদেরই সম্পর্কিত ভাই কাসেম সিদ্দিকী।

সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাসেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পীরজাদা থেকে একেবারে অন্য ভূমিকায় এবার কাসেম। সোমবার ফুরফুরায় বসে কাসেম সিদ্দিকী বলেন, মানুষের জন্য কাজ করতে রাজনৈতিক দলে যুক্ত হলাম। ২৮ বছর ধর্ম সভা করেছি। বুঝেছি মানুষের জন্য কাজ করতে গেলে রাজনৈতিক দলে যোগ দিতে হবে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুযোগ দিয়েছেন তার জন্য তাঁদের ধন্যবাদ।

আরও পড়ুন-'শুভেন্দুবাবু, আপনি মহিলাদের সিঁদুর আর চুড়ির দামও বেঁধে দিচ্ছেন'!

আরও পড়ুন-বর্ধমানে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল গোটা কারখানা, মৃত ১, আহত বহু...

উল্লেখ্য,  হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে শুরু করে মালদার আফরাজুলের নির্মম মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে দেখা গেছে ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকীকে। সেই প্রসঙ্গে কাসেম সিদ্দিকী বলেন, অন্যায় হলে তার প্রতিবাদ করি। বিগত দিনে করেছি। আগামিদিনেও করব।

ফুরফুরা উন্নয়ন পরিষদের কাজ ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়েও সরব হতে দেখা গিয়েছিল কাসেম সিদ্দিকীকে। সেই প্রসঙ্গে বলেন, কাজ যাতে ভালোভাবে হয়, সেই জন্যই দলে আসা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More