ওয়েব ডেস্ক: রিল নয় রিয়েল। ভরসন্ধেয় বেপরোয়া বোমাবাজি, গুলি। হাওড়ার মালিপাঁচঘড়ায় গুণ্ডারাজ।সমাজবিরোধীদের ছোঁড়া গুলিতে জখম ২ ব্যবসায়ী। ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বন্ধ বাজার দোকানপাট। বেপাত্তা গুন্ডাগ্যাংয়ের লিডার আকাশ সিং ও তার দলবল। উঠেছে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ।
আকাশ,প্রকাশ, সুভাষ। রাজেশ প্রতাপ সিং ওরফে রিন্টু। আকাশ গুণ্ডাগ্যাংয়ের অন্যতম পার্টনার। সোলের গব্বরের মতোই দাপট এদের। শনিবার মালিপাঁচঘড়ার ব্যবসায়ীর কাছে দলক্ষ টাকা তোলা চায় আকাশ গোষ্ঠী। তোলা না দেওয়ার শোধ নিয়েছে রবিবার ভর সন্ধেয়।
চলছে বেপরোয়া বোমাবাজি। আকাশের সিংয়ের হাতে রিভলভার। প্রাণভয়ে দীপক বাড়ির দিকে পালালে তাকে ধাওয়া করে আকাশের লোকেরা। দীপককে বাঁচাতে এসে জখম হন দীপকের স্ত্রী। আকাশ সিংয়ের ছোঁড়া গুলি এসে লাগে দীপকের কাঁধে। গুলিতে জখম হন দীপকের সঙ্গী পাপ্পুও। CCTV ফুটেজে ধরাও পড়েছে সেই ছবি। মালিপাঁচঘড়ার ঘটনা নতুন নয়।
গত একবছরে রয়েছে এমন একাধিক ঘটনার নজির। বালি পুরসভা নির্বাচনের পর ধর্মতলা রোডে গুলি, বোমাবাজি। মালিপাঁচঘড়া চত্বরে বন্দুক নিয়ে তাণ্ডব আকাশ সিংয়ের। জয়সওয়াল হাসপাতালের সামনে পুলিসকে গুলি দুষ্কৃতীদের। বাসিন্দাদের অভিযোগ, পুলিসের সামনেই চলে গুন্ডাদের তোলাবাজি। হুমকি,চোখরাঙানি। তবু নিষ্ক্রিয় প্রশাসন। ঘটনার পরেই আকাশের বাড়িতে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। শুরু হয় ভাঙচুর।