Home> রাজ্য
Advertisement

হাতির হামলায় মৃতদের পরিবারকে চাকরি, নিয়োগপত্র পেলেন পরিজনেরা

নবনিযুক্তদের প্রশিক্ষণ শুরু জেলার পুলিস লাইনে।

হাতির হামলায় মৃতদের পরিবারকে চাকরি, নিয়োগপত্র পেলেন পরিজনেরা
নিজস্ব প্রতিবেদন:  স্রেফ এককালীন আর্থিক সাহায্যই নয়, রাজ্যে হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যদের এবার চাকরি দেওয়া শুরু করল সরকার। বাঁকুড়ায় পুলিসের হোমগার্ডে পদে চাকরি পেলেন এমনই ৫৮ জনের পরিজনেরা। মঙ্গলবার থেকে নবনিযুক্ত হোমগার্ডদের প্রশিক্ষণ শুরু হয়ে গেল জেলার পুলিস লাইনে। 
 
আরও পড়ুন: পরনে মুখ্যমন্ত্রীর ডিজাইন করা শাড়ি, ভোটের ময়দানে এবার তৃণমূলের 'বঙ্গজননী'!
 
কখনও জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে তাণ্ডব, তো কখনও আবার হামলা চলে বাড়িতে। জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির হানা নতুন নয়। প্রতিবছর নিয়ম করে দলমা পাহাড় থেকে পশ্চিম মেদিনীপুরের সীমান্ত দিয়ে হাতির দল ঢুকে পড়ে বাঁকুড়ায়। এমনটাই হয়ে আসছে প্রায় দু'দশক ধরে। জমির ফসল যেমন নষ্ট হয়, তেমনি হাতির হামলার প্রাণহানির ঘটনাও ঘটে।  বেশিরভাগ ক্ষেত্রেই হাতির হামলার শিকার হন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের লোকেরা। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুর পর কার্যত দিশেহারা হয়ে যান বাড়ির লোকেরা।
 
আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি, ভারতেও পড়বে প্রভাব
 
চলতি বছর পুজোর আগে জেলা সফর বেরিয়ে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরে প্রশাসনিক বৈঠক থেকে হাতির হামলায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য  ও একজনকে হোমগার্ড পদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তৎপরতা শুরু হয়ে যায় প্রশাসনিক মহলে। জানা গিয়েছে, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে হাতির হামলায় নিহত ৬১ জনের পরিবারকে চিহ্নিত করে ফেলেছে প্রশাসন। হোমগার্ড পদে নয়,তিনজনের পরিবার অন্য দফতরে কাজে যোগ দেওয়া ইচ্ছা প্রকাশ করেছেন। বাকি ৫৮ জনের নিকটাত্মীয়কে মঙ্গলবার হোমগার্ডে পদে চাকরি নিয়োগপত্র দিল বাঁকুড়া জেলা পুলিস। অবশেষে চাকরি পেয়ে স্বস্তিতে তাঁরা।
Read More