বিধান সরকার: প্লাটফর্ম থেকে নামতে গিয়ে পা পিছলে রেল লাইনে পরে গিয়েছিলেন এক মহিলা। জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পরে যাত্রীকে বাঁচালেন সেখ মহবুল নামে জিআরপি কর্মী! সোমবার পান্ডুয়া স্টেশনের ঘটনা। দুপুর নাগাদ জিআরপির তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চুঁচুড়ার এক মহিলা যাত্রী।
রেল পুলিস সূত্রে খবর, হাওড়া বর্ধমান মেইন শাখায় পান্ডুয়া স্টেশনে ২ নম্বর প্লাটফর্মের হাওড়ার দিকে যাওয়ার শেষ প্রান্তে মহিলা যাত্রী হেঁটে যাচ্ছিলেন। বৃষ্টিতে প্ল্যাটফর্ম ছিল ভেজা। দু নম্বর প্লাটফর্মে শেষ প্রান্তে ঢালু জায়াগায় নামতে গিয়ে পরে যান তিনি। বৃষ্টির পড়ছিল তখন। হঠাৎ পিছলে তিনি পড়ে যান রেল লাইনের উপরে।
এদিকে, ওইসময় ওভারব্রিজের নিচে ডিউটি করছিলেন জিআরপি কর্মী শেখ মহবুল। তিনি দেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনে ঝাঁপ দেন। সেই সময় তিন নম্বরে প্লাটফর্মে ঢুকছিল বর্ধমান হাওড়া লোকাল ও এক নম্বর প্লাটফর্মে ছিল হাওড়া বর্ধমান লোকাল। খবর হয় দু নম্বর প্লাটফর্মে আজমগর এক্সপ্রেস থ্রু ট্রেন পাস করবে। দ্রুত গতিতে হর্ন বাজিয়ে এগিয়ে আসছিল এক্সপ্রেস ট্রেনটি। ঠিক সেই সময় দুটি লাইনের মাঝখানে পড়েছিলেন চুঁচুড়ার বাসিন্দা মেডিকেল রিপ্রেসেন্টেটিভ ওই মহিলা।
আরও পড়ুন-প্রবীণ বামনেতাকে রাস্তায় ফেলে মা*রধ*র! দল থেকে বহিষ্কার 'হেভিওয়েট' তৃণমূলনেত্রীকে...
আরও পড়ুন-হেভিওয়েট নেতার অ*র্ধন*গ্ন, মাতাল 'বেয়াদপ' ছেলে! বাবার ক্ষমতা দেখিয়ে মাঝরাতে মহিলাকে...
জিআরপি কর্মি ওই মহিলাকে টেনে তুলে এক ও দুই নম্বর লাইনে মাঝখানে দাঁড়িয়ে পড়েন। সেকেন্ডের ব্যবধানে রক্ষা পান ওই মহিলা। দ্রুতগতিতে বেরিয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি। ঘটনা দেখে প্লাটফর্মে জড়ো হয়ে অন্যান্য শিউরে ওঠেন।
পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকার এক ফল ব্যবসায়ী শংকর মান্না বলেন, এক মহিলা হোঁচট খেয়ে রেল লাইনে পড়ে গিয়েছিল। রেল পুলিস ছুটে এসে তাকে বাঁচায়। রেল পুলিস তাকে না উদ্ধার করলে মারা যেত ওই মহিলা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)