Home> রাজ্য
Advertisement

Asansol: 'দুষ্কৃতীদের আখড়া'! তৃণমূল কংগ্রেস জেলা চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি...

Asansol: স্থানীয়রা জানান, শুক্রবার রাতে হঠাৎ গুলি গুলির শব্দ পান তাঁরা। বাইরে বেরিয়ে দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পরে এক ব্যক্তি। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিস এসে ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। পুলিস জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম কৃষ্ণা নুনিয়া।

Asansol: 'দুষ্কৃতীদের আখড়া'! তৃণমূল কংগ্রেস জেলা চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি...

বাসুদেব চট্টোপাধ্যায়: পশ্চিম বর্ধমানে আবার চলল গুলি। এবার গুলি চলল কুলটির চিনাকুড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই। দুষ্কৃতীর গুলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তি। শুক্রবার রাতে আসানসোলের কুলটির চিনাকুড়ির সোদপুর ৯/১০ এলাকায় ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার বিশাল পুলিস বাহিনী।

আরও পড়ুন,  Flood in Bengal: 'জল ছাড়ার কথা রাজ্য আগে থেকেই জানত', মমতাকে পাল্টা চিঠি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর...
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে হঠাৎ গুলি গুলির শব্দ পান তাঁরা। বাইরে বেরিয়ে দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পরে এক ব্যক্তি। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিস এসে ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। পুলিস জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম কৃষ্ণা নুনিয়া। তাঁর বাড়ি চিনাকুড়ি নুনিয়া বস্তি এলাকায়। কী কারণে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ করা হয়েছে তা জানা যায়নি এখনও। দুষ্কৃতীকেও কেউ দেখেননি বলে জানিয়েছেন। তবে ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিস। রাজনৈতিক কোনও কারণ নাকি কোনও শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিস। 

আরও পড়ুন,  Jharkhand-Bangla Border: আটকে পড়েছিল গাড়ি-অ্যাম্বুলান্স! ২৪ ঘণ্টা পর খুলে গেল বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত...
স্থানীয়দের অভিযোগ, আগেও এলাকায় এ ভাবে বেশ কয়েকটি গুলি চলার ঘটনা ঘটেছে। এখনও কোনও কোনও ঘটনার অপরাধীরা ধরা পড়েনি। তাঁদের এ-ও অভিযোগ, এই এলাকা দুষ্কৃতীদের আখড়া হয়ে গিয়েছে। গুলি চলার ঘটনা নিয়ে পশ্চিম বর্ধমান জেলার এক পুলিস আধিকারিক বলেন, 'গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি চলছে।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More