Home> রাজ্য
Advertisement

Suvendu Adhikari: 'শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন টাকা তুলতেন'!

বিজেপি ছেড়ে এবার তৃণমূলে। 'শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন টাকা তুলতেন', বিস্ফোরক হলদিয়া বিধায়ক তাপসী মণ্ডল। বললেন, 'হলদিয়ার ব্যবসায়ী, ঠিকাদার থেকে এখনও টাকা তোলেন'।

Suvendu Adhikari: 'শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন টাকা তুলতেন'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি ছেড়ে এবার তৃণমূলে। 'শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন টাকা তুলতেন', বিস্ফোরক হলদিয়া বিধায়ক তাপসী মণ্ডল। বললেন, 'হলদিয়ার ব্যবসায়ী, ঠিকাদার থেকে এখনও টাকা তোলেন'।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

তাপসী বলেন, হলদিয়ার মানুষ জানে, 'উনি(শুভেন্দু) যখন তৃণমূলে ছিলেন, তখনও হলদিয়া থেকে টাকা তুলতেন। টাকা নিয়ে যেতেন। হলদিয়ায় শিল্পপতি যাঁরা আছেন, ছোট ব্যবসায়ী যাঁরা আছেন, ঠিকাদার যাঁরা আছেন। এখনও তাঁদের কাছ থেকে টাকা তোলেন'।

২০১৬ সালের বিধানসভা ভোটে হলদিয়া থেকে জিতেছিলেন তাপসী মণ্ডল। তখন তিনি ছিলেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী। এরপর একুশে বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপসী। বস্তুত, হলদিয়া থেকে বিজেপি প্রার্থী হিসেবে ফের জেতেনও। 

সামনে আরও একটি বিধানসভা ভোটে। ছাব্বিশে আগে ফের দলবদল করলেন তাপসী। গত ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। যোগদানের ৩ দিনের মাথায় WBDU-র চেয়ারম্যান দায়িত্বও পেয়েছেন হলদিয়ার বিধায়ক।

এদিকে তৃণমূলে গিয়ে ফের নিজের পুরনো দলেই ফিরলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বিজেপি নেতা সঞ্জয় গারু।  শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, 'গড় গড়ই থাকে। লোকসভায় প্রমাণ করেছি, বিধানসভায় প্রমাণ করব'।

আরও পড়ুন:  Rachna Banerjee: 'গরমে রোগা হন, আমার আইকন অভিষেক'! হুগলিতে রচনা-দাওয়াই...

আরও পড়ুন:  Pingla Patachirta: ডাক বিভাগের দারুণ উদ্যোগ, পিংলার পটচিত্র এবার পোস্টকার্ডে! দাম মাত্র ১০ টাকা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More