নিজস্ব প্রতিবেদন: অরূপ রায়ের হার্টে ব্লকেজ। ইতিমধ্যেই অ্য়াঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসিয়েছেন চিকিৎসক সরোজ মণ্ডল। রবিবার হঠাৎই বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন অরূপ রায় (Arup Roy)। গতকাল থেকেই বুকে যন্ত্রণা অনুভব হচ্ছিল তাঁর। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: Suvendu-র 'শূন্য চ্যালেঞ্জ', আগামিকাল হুগলির পুরশুড়ায় Mamata-র পাল্টা সভা
তৃণমূল সূত্রে খবর, শনিবার বিকেলে হওড়া সদর তৃণমূলের অফিসে কাজ করার সময়ই আচমকা বুকে ব্যথা অনুভব করেন অরূপ। বাড়ি ফিরে পারিবারিক চিকিত্সকের পরামর্শে কয়েকটি ওষুধও খান। কিন্তু গভীর রাতে ফের বুকের ব্যথা শুরু হয়ে যায়। এরপরেই চিকিত্সকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তাঁর ECG পরীক্ষা করা হয়।
বিকেলে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মন্ডল মন্ত্রী অরূপ রায়কে দেখেন। তারপরেই ধরা পড়ে তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। তড়ঘড়ি বসানো হয় স্টেন্ট। গত কয়েকমাস ধরেই হাওড়া তৃণমূলে ডামাডোল চলছে। সম্প্রতি জেলার দুই মন্ত্রী ইস্তফা দিয়েছেন। এক বিধায়ককে বহিষ্কার করেছে দল। তারইমধ্যে অসুস্থ হয়ে পড়লেন হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়।