Home> রাজ্য
Advertisement

Train services Suspended: প্রবল বৃষ্টিতে ধসে রেল লাইনের মাটি, রাতভর বন্ধ ডুয়ার্স রুটের ট্রেন চলাচল...

Heavy rain causes landslide: রেল দফতর সূত্রে জানা গিয়েছে, ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের চেষ্টা চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেন ধীরগতিতে চালানো হচ্ছে।

Train services Suspended: প্রবল বৃষ্টিতে ধসে রেল লাইনের মাটি, রাতভর বন্ধ ডুয়ার্স রুটের ট্রেন চলাচল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার রাত থেকে পাহাড় ও সমতলে মশুল ধারে বৃষ্টির ফলে মালবাজার ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কম্পানী এলাকায় ধসে পড়ে রেললাইনের মাটি। রাত ১১টা নাগাদ শুরু হওয়া বৃষ্টির পর হিলে ঝোড়ার জলপ্রবাহ রেল লাইনের নিচের মাটি সরিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন, Son killed Father: সম্পত্তির কারণে মারধর! ছেলের ঘুসিতে প্রাণ গেল বাবার...

প্রায় ৫ মিটার এলাকা জুড়ে ধসের কারণে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ডুয়ার্স রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় রেল দপ্তর কাজ শুরু করে দেয়। মেরামতির কাজ চলতে থাকায় ভোর থেকে ট্রেন চলাচল ধীরে ধীরে চালু হলেও এখনও তা স্বাভাবিক হয়নি।

বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও স্থানীয় বাসিন্দা রাজেস ছেত্রী জানান, “রাত সাড়ে এগারোটা নাগাদ হিলে ঝোড়ার প্রবল স্রোতে রেললাইনের মাটি ধসে পড়ে। জল চান্দা কম্পানী এলাকায় গ্রামেও ঢুকে পড়ে। ভোরে বৃষ্টি থামায় জল নেমে যায়, কিন্তু রাত থেকেই রেল আধিকারিকেরা দ্রুত কাজ শুরু করেন বলে ট্রেন চলাচল আংশিকভাবে চালু হয়।”

স্থানীয়দের অভিযোগ, গত ১০-১৫ বছরে হিলে ঝোড়ার কোনো ড্রেজিং হয়নি। ফলে ঝোড়ার জল লীস নদীতে না গিয়ে রেল লাইন ও বসতি এলাকার উপর দিয়ে বয়ে যায়। তারা দাবি জানিয়েছেন, অবিলম্বে ঝোড়ার ড্রেজিং করে জলপ্রবাহকে মূল নদীতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

অন্যদিকে, স্থানীয় কৃষকদের বক্তব্য, রাতে জল রেললাইন পেরিয়ে চান্দা কম্পানী এলাকার কৃষিজমিতেও ঢুকে পড়ে। যদিও সকালের দিকে জল নেমে গেছে, কিন্তু সঠিক জলনিয়ন্ত্রণ ব্যবস্থা না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা থেকে যাচ্ছে।

আরও পড়ুন, Mom I did not steal: 'মা আমি চুরি করিনি', কিশোরকে মিথ্যে অপবাদ সিভিক ভলান্টিয়ারের! চিঠি লিখে চিরঘুমে ছেলে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More