Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস! ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় আপডেট...

West Bengal Weather Update: রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি নদিয়া মুর্শিদাবাদ জেলাতে। কলকাতায় মেঘলা আকাশ; কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। 

Bengal Weather Update: সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস! ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় আপডেট...

অয়ন ঘোষাল: বুধবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ; কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে এবং জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আরও পড়ুন:Watch Flight Emergency Landing: উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের ইঞ্জিনে ভয়াবহ আগুন! মাঝআকাশ থেকেই...

উত্তরবঙ্গে মঙ্গলবার ২২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ওপরের পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

সিস্টেম 
আগামী ২৪ জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির থেকে উত্তর-পূর্ব রাজস্থানের গভীর নিম্নচাপের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। মুজাফফরপুর এবং বাঁকুড়া ও কাঁথির ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তর বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। আরো একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটি কর্ণাটক থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। 

দক্ষিণবঙ্গে
আজ রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে। সোম এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও একটু কমবে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

আরও পড়ুন:IIM Calcutta Incident: জামিন পেল IIM কাণ্ডের অভিযুক্ত! চেষ্টা করেও আদালতে আনা যায়নি নির্যাতিতাকে, তাই...

বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝাড়্গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।

উত্তরবঙ্গে
আজ রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক পশলা। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে। উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক পশলা চলবে উত্তরবঙ্গে। 

কলকাতা
আজ আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি কলকাতায়।

কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৮৪.৩ মিলিমিটার।

ভিন রাজ্যে
কর্ণাটকে প্রবল বৃষ্টি বা এক্সট্রিমলি হেভি রেইন এর আশঙ্কা! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক, সিকিম ও উত্তরবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, উত্তরাখন্ডে। ভারী বৃষ্টির জন্য সতর্কতা রাজধানী দিল্লিতে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। সৌরাষ্ট্র কচ্ছ ছত্রীশগঢ়, হিমাচল প্রদেশ, কঙ্কন ও গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা রয়েল সীমা। ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More