Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: বঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব! ফের বানভাসি বাংলা, আবহাওয়ার লেটেস্ট আপডেট...

West Bengal Weather Update: মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে চলবে। উপরের পাঁচ জেলায় বৃষ্টি বেশি। 

Bengal Weather Update: বঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব! ফের বানভাসি বাংলা, আবহাওয়ার লেটেস্ট আপডেট...

অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে কাল থেকে ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বৃষ্টির মাঝেই আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বুধবার ও বৃহস্পতিবার চার থেকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে চলবে। উপরের পাঁচ জেলায় বৃষ্টি বেশি। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। ভারী এবং অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামবে। উত্তরবঙ্গের নদীর জল স্তর অনেকটাই বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। 

আরও পড়ুন:Breaking News LIVE Update: অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠক! হাজির থাকবে প্রায় ৯ হাজার নেতা-কর্মীরা...

সিস্টেম 
মৌসুমী অক্ষরেখার উত্তরবঙ্গের ওপরে অবস্থান। মৌসুমী অক্ষরেখা অমৃতসর দেরাদুন শাহজাহানপুর বাল্মিকীনগর ছাপড়া হয় কোচবিহারের এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে অরুনাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। 

পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশ ও সংলগ্ন জম্মু-কাশ্মীর এলাকায়। উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। সৌরাষ্ট্র এবং দক্ষিণ রাজস্থানে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘুনাবর্ত যেটি তামিলনাডু উপকূলে বিস্তৃত। হিমাচল প্রদেশের ওপরেও রয়েছে আরও একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গ 
আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতে।  কিছুটা বাড়বে তাপমাত্রা; সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি আরো বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুত-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা ও দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দু এক জায়গায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। 

বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব ও পশ্চিম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।

আরও পড়ুন:Delhi: একলা ঘরে ১০ ঘণ্টা নাগাড়ে গেমিং! সন্ধেবেলা বাবা-মা ফিরে দেখলেন দশের ছেলে ওড়নার ফাঁসে...

উত্তরবঙ্গ 
আজ মঙ্গলবার ও কাল বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহার, মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। 

শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।

কলকাতা
মূলত মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝোড়ো হওয়া বইতে পারে।

আরও পড়ুন:Theatre Ceiling Collapses: সিনেমা দেখতে মগ্ন সবাই! আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হলের ছাদ, আহত শিশু-সহ...

কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৪১.৬ মিলিমিটার।

ভিন রাজ্যে 
প্রবল বৃষ্টির চরম সর্তকতা। কেরালা ও মাহে এবং তামিলনাড়ু, পন্ডিচেরি করাই কাল। অতি ভারী বৃষ্টির সতর্কতা- বিহার, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড। রয়েল সিমা কর্ণাটক ও উত্তর প্রদেশ।

ভারী বৃষ্টির সতর্কতা- অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে। জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, কর্ণাটক। হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, সিকিম ও উত্তরবঙ্গ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More