সন্দীপ প্রামাণিক: একদিন বৃষ্টি কমতেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত হবে। ভারী বৃষ্টি হবে কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আগামিকাল ও পরশু উত্তরবঙ্গের সব জেলা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কোচবিহার ও মালদাতে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামিকাল ও পরশু দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনাতে হওয়ার গতিবেগ ঘন্টায় ৪০-৫০, বাকি জেলায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে।
আরও পড়ুন-জায়গা নিয়ে চুলোচুলি... ২ মহিলার কিল-চড়-ঘুষি, ফাটল মাথা! লেডিস স্পেশালে রক্তারক্তি কাণ্ড!
আরও পড়ুন-মৌলবী হওয়ার পাঠ নিতে ভারত ছেড়ে ইরানে মেয়ে-জামাই, খোঁজ না-পাওয়ায় হাহাকার পুলিসকর্মী বাবার!
এছাড়া ২৩, ২৪, ২৫ জুন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে। কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উপরের ৫ জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগন তে ভারি বৃষ্টি র সতর্কতা। ২৫ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।
অন্যদিকে, ২৬ জুন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ২৭ তারিখ কোনো সতর্কতা নেই ও বৃষ্টির পরিমাণ অনেক কমে যাবে। ২৬ জুন উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটা ঘুর্ণাবর্ত তৈরি হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)