অয়ন ঘোষাল: বৃহস্পতিবার ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ২৩ দিনের মধ্যে এটি হতে চলেছে বঙ্গোপসাগরের পঞ্চম নিম্নচাপ। এর প্রভাবে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি বৃহস্পতি এবং শুক্রবার। উত্তরবঙ্গে আজ কাল সামান্য বিরতির পর শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আজ ২৩ জুলাই বুধবার বিকেল ৫ টা থেকে পরবর্তী নোটিশ না ইস্যু করা পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার ২৩ জুলাই দুপুরের পর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। একই জায়গায় দাঁড়িয়ে শক্তি সঞ্চয়ের পর কাল ২৪ শে জুলাই বৃহস্পতিবার সকালের পর নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। আজ বেলা ২ টোর পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বিকেলের পর বাড়বে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমান। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। আজ ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।
আগামিকাল দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বৃষ্টির পরিমান অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও বেশ কিছুক্ষণের একটানা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। কাল অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবার নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। সেদিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে।
শনি, রবিবার উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
আরও পড়ুন-আধার-ভোটার আইডি-রেশন কার্ড কোনও গ্রহণযোগ্য নথিই নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন
উত্তরবঙ্গে আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার খুব বেশি বৃষ্টি নেই। বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। উত্তরবঙ্গের ৩ জেলায় আজ চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিকর আর্দ্র পরিস্থিতি। মালদা এবং দুই দিনাজপুরে ঘেমে নেয়ে একশা হবেন মানুষ। পরশু শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
কলকাতায় আজ বুধবার সন্ধ্যে থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতি শুক্রবার নিম্নচাপের বৃষ্টি কলকাতায়। দিনের কোনো কোনো সময় দুই এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায়।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা হিমাচল প্রদেশ উত্তরাখন্ড কোঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা তে । ভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লিতে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে। জম্মু-কাশ্মীর মোজাফরাবাদ লাদাখ এলাকাতেও ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় কর্ণাটক রাজস্থান কেরল মাহে ওড়িশা মধ্যপ্রদেশ বিদর্ভ তামিলনাড়ু পন্ডিচেরি করাইকালে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)