অয়ন ঘোষাল: রাজ্যে আজ থেকে হাওয়া বদল। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণে। উত্তরে সোমবার পর্যন্ত বৃষ্টি। নামবে পারদ। ফিরবে স্বস্তি।
২০ মার্চ বৃহস্পতিবার
বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও হুগলি এই ৫ জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৪০-৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
২১ মার্চ শুক্রবার
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। বেশি সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান জেলাতে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে।
আরও পড়ুন-আরজি করে নির্যাতিতার পরিবার পেল ডেথ সার্টিফিকেট, বাড়িতে এসে দিয়ে গেলেন স্বাস্থ্যসচিব
২২ মার্চ শনিবার
বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি ও প্রায় কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হতে পারে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে।উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া।
২৩ মার্চ রবিবার
উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
২৪ মার্চ সোমবার
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা।
আরও পড়ুন-'আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়ার পরিণতি গণভবনের মতো হবে'! হুঙ্কার হাসনাত আব্দুল্লাহর
আইপিএল
শনিবার ঝড় বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে আইপিএল ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতাতে আজ বৃহস্পতিবার বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার। শনিবারেও কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যের দিকে।
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। কাল দিনের তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি। স্বাভাবিকের সামান্য নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩১ থেকে ৯১ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)