অয়ন ঘোষাল: নিম্নচাপ ঝাড়খন্ডের দিকে সরতে শুরু করেছে। এই মুহূর্তে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলার ওপর দিয়ে যাচ্ছে। আজ দুপুরের মধ্যে রাজ্য থেকে বেরিয়ে যাবে। আজ রাতের মধ্যে ঝাড়খণ্ড পার করে ছত্তীসড়ে প্রবেশ করবে। কাল ভোরের মধ্যে ছোট নাগপুর মালভূমি এলাকায় গিয়ে বিলীন হবে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আরো প্রায় ১৬ ঘণ্টা বাংলা এবং ওড়িশা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে দমকা ঝোড়ো বাতাস বইবে। মৎস্যজীবীদের আজ বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আলিপুর আবহাওয়া দপ্তরের।
যেহেতু এখনও পর্যন্ত নিম্নচাপ পশ্চিমাঞ্চলের জেলার ওপরে অবস্থান করছে তাই আজ বুধবার পশ্চিমের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি গাঙ্গেয় এবং পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।
কাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশীরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে আজ বুধবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন-এলাকার একশো মহিলার সঙ্গে.... কার্তিককে খুঁজছিল পুলিস, অবশেষে...
আরও পড়ুন-বড় কোনও পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন মেষ, সন্তানের জন্য অপমান বৃশ্চিকের
বৃহস্পতি শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
কলকাতায় অতি বৃষ্টির আজ আর তেমন আশঙ্কা নেই। সক্রিয় মৌসুমী রেখার জেরে দিনের যেকোনো সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষার বৃষ্টি চলবে। আজ রোদের দেখা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমান প্রায় ১০০ শতাংশের কাছাকাছি থাকায় বৃষ্টির আগে পড়ে প্যাচপ্যাচে ঘর্মাক্ত অস্বস্তি বজায় থাকবে। কাল ভারী বৃষ্টির জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৬ ডিগ্রি নেমে ২৭.১ ডিগ্রি ছিল। একই কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি নেমে ২৪.৮ ডিগ্রি ছিল। অর্থাৎ কাল দিন এবং রাতের তাপমাত্রার ফারাক ছিল মাত্র আড়াই ডিগ্রি। আজ দিনের তাপমাত্রা বেড়ে ৩০ এর ঘরে পৌঁছাবে। রাতের পারদ বেড়ে ২৬ এর ঘরে পৌঁছাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)