জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঘুর্ণাবর্ত মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এটি উত্তর ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
অতিভারি বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা ছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা সোম ও মঙ্গলবার।
আরও পড়ুন-সম্প্রীতির রথযাত্রা, জগন্নাথের নামে উত্সবে মাতলেন হিন্দু-মুসলমান..
আরও পড়ুন-ধ*র্ষ*ণ, জোর করে গর্ভপাত! কার্তিক মহারাজের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ, 'পদ্মশ্রী' ফিরিয়ে নেওয়ার দাবি হুমায়ুন কবীরের...
উত্তরবঙ্গে আজ শনিবার ও কাল রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ওপরের ৫ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলার বেশির ভাগ এলাকায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় প্রায় ১৬ মিলিমিটার বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি নেমে ২৯.৩ ডিগ্রি ছিল। কাল রাতের তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। আজ দিনের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯২ থেকে ১০০ শতাংশ। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েকদফা বৃষ্টি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)