Home> রাজ্য
Advertisement

Son killed Father: সম্পত্তির কারণে মারধর! ছেলের ঘুসিতে প্রাণ গেল বাবার...

Hooghly News: মৃত সিদ্ধেশ্বর পাত্রের ছোট ছেলে প্রহ্লাদ পাত্রের দাবি, ওই বৃদ্ধকে এলোপাথাড়ি ঘুষি মারে। যার কারণে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন।

Son killed Father: সম্পত্তির কারণে মারধর! ছেলের ঘুসিতে প্রাণ গেল বাবার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছেলের ঘুসিতে বাবার মৃত্যু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরশুড়ার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের মারকুন্ডা এলাকায়। ঘটনার জেরে পুরশুড়া থানার পুলিস তিন জনকে গ্রেফতার করেছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন, Mom I did not steal: 'মা আমি চুরি করিনি', কিশোরকে মিথ্যে অপবাদ সিভিক ভলান্টিয়ারের! চিঠি লিখে চিরঘুমে ছেলে...

পরিবার সূত্রের খবর, মৃত সিদ্ধেশ্বর পাত্রের (৭১) বড় ছেলে অনন্ত পাত্রের সাথে বাবার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। মাঝে মধ্যেই অনন্ত পাত্র তার বড় ছেলে জিৎ পাত্র ও বৌমা সুমিত্রা পাত্র, মৃত সিদ্ধেশ্বর পাত্র ও তার স্ত্রী মিনতি পাত্রকে সম্পত্তির কারণে মাঝে মধ্যেই মারধর করতেন।

বুধবার বিকাল নাগাদ বাবা-মাকে সম্পত্তির কারণে মারধর করেন। মৃত সিদ্ধেশ্বর পাত্রের বড় ছেলে অন্তত পাত্র ও তার ছেলে জিৎ পাত্র ও অন্তত পাত্রের স্ত্রী সুমিত্রা পাত্র। মৃত সিদ্ধেশ্বর পাত্রের ছোট ছেলে প্রহ্লাদ পাত্রের দাবি, বাবাকে এলোপাথারি ঘুসি ও মারধরের কারণে বাবা অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় বাবাকে প্রথমে থানায় নিয়ে আসা হয়।

বাবা সিদ্ধেশ্বর পাত্র অসুস্থ বোধ করেন। তারপর শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসকেরা  সিদ্ধেশ্বর পাত্র কে মৃত বলে ঘোষণা করেন। মৃত সিদ্ধেশ্বর পাত্রের স্ত্রী মিনতি পাত্রের অভিযোগের ভিত্তিতে বড় ছেলে অনন্ত পাত্র ও অনন্ত পাত্রের বড় ছেলে জিৎ পাত্র ও অনন্ত পাত্রের স্ত্রী সুমিত্রা পাত্রকে পুরশুড়া থানার পুলিস গ্রেফতার করে।

পুরশুড়া থানার পুলিসের তৎপরতায় মৃত সিদ্ধেশ্বর পাত্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবার ও প্রতিবেশিদের প্রত্যেকের দাবি, ওই ৩ জনের উপযুক্ত শাস্তি হোক।

আরও পড়ুন, Keshpur Elderly Couple Death: আহা রে জীবন! একলা থাকার বিষাদে হাত হাতে রেখে শেষপথে বয়স্ক দম্পতি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More