বিধান সরকার: তারকেশ্বর যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন নালিকূলের এক প্রাথমিক স্কুল শিক্ষক। ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীর কাছে আসে ফোন। চম্বল এক্সপ্রেস ট্রেনে মধ্যপ্রদেশ থেকে তাকে উদ্ধার করল হুগলি গ্রামীন পুলিস। মুক্তিপণ চাইল কে? অপহরণই বা কারা করল তদন্ত করে দেখছে হরিপাল থানা। পুলিস সূত্রে খবর,গত ৪ জুলাই বেলা তিনটের সময় তারকেশ্বর যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন নালিকূল বন্দীপুরের বাসিন্দা প্রাথমিক শিক্ষক দেবকুমার দাস।
আরও পড়ুন, Balurghat Incident: লোকালয় থেকে দূরে পুকুরে নাবালিকার অর্ধ*নগ্ন পচা*গলা দে*হ! ধ*র্ষণ করে খু*ন?
হরিপাল থানার অন্তর্গত নালিকুল স্টেশন গ্যারেজে বাইকটি রেখে যান তিনি। তারপর রাত নটার সময় শিক্ষকের স্ত্রীর ফোনে শিক্ষকের ফোন থেকে প্রথমে ফোন আসে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। পরে ম্যাসেজ আসে পুলিসকে বললে গুম করে দেওয়া হবে। কিন্তু দেরি না করে শিক্ষকের স্ত্রী হরিপাল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। মুক্তিপণের টাকা না দিলে মেরে দেওয়া হবে বলা হয়।
পুলিস ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পারে প্রথমে আসানসোল। শুরু হয় বিভিন্ন স্টেশনে জিআরপি রেল পুলিসের সঙ্গে যোগাযোগ। তদন্তে পুলিস আরও জানতে পারে চম্বল এক্সপ্রেসে যাচ্ছেন শিক্ষক এবং তার লোকেশন রয়েছে মধ্যপ্রদেশ। একই সময়ে চম্বল এক্সপ্রেসে হুগলি গ্রামীন জেলা পুলিস ধনিয়াখালি থানার একটি টিম চম্বল গোয়ালিয়র যাচ্ছিল তদন্তের জন্য।
হরিপাল থানা খবর পেয়ে ওই টিমের সঙ্গে যোগাযোগ করে। তারপর পুলিস টিম অনেক খোঁজাখুজি করে ট্রেনের মধ্যে শিক্ষকের সন্ধান পায়। তাকে ঝাঁসিতে নামানো হয়। সেখান থেকে সোমবার ভোরে হরিপাল থানায় নিয়ে আসা হয়। পরে শিক্ষককে চন্দননগর আদালতে পাঠানো হয়। গোপন জবানবন্দি দেওয়ার জন্য। পুলিস জানিয়েছে, ওই শিক্ষক তারকেশ্বর যাওয়ার নাম করে কি করে চম্বল এক্সপ্রেসে উঠলেন। মধ্যপ্রদেশে কেন যাচ্ছিলেন। তাকে কি সত্যি অপহরণ করা হয়েছিল নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
আরও পড়ুন, Siliguri Death: চাকরির জন্য আজই সার্টিফিকেট নেওয়ার কথা ছিল, সকালে মিলল যুবতীর নিথর দে*হ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)