Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: এখনই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই তাপমাত্রা? আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও চিহ্নও নেই? তাহলে?

Bengal weather Update: আগামী ৪/৫ দিনের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে। পশ্চিমের জেলায় হতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত! বৃষ্টির তেমন কোনও সম্ভাবনাই নেই।

Bengal Weather Update: এখনই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই তাপমাত্রা? আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও চিহ্নও নেই? তাহলে?

অয়ন ঘোষাল ও সন্দীপ প্রামাণিক: এসে গেল বিকেলের আবহাওয়া প্রেস মিট। আগামীর আবহাওয়া কেমন থাকবে, জানিয়ে দিলেন আবহাওয়াবিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? বললেন, আগামী ৪/৫ দিনের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই পর্যন্ত হতে পারে তাপমাত্রা! বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। যোগ করেন, উত্তরবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

দক্ষিণবঙ্গে আগামী ৪/৫ দিনের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই পর্যন্ত হতে পারে তাপমাত্রা! আপাতত ৪/৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। 

ওদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে দার্জিলিং হালকা বৃষ্টি শুরু হবে। শুক্র ও শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে দু এক মসলা হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ও। রবিবারেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

আর কলকাতায় সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া ফিরবে! স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে শহরের পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আকাশ পরিষ্কার থাকবে। আগামী ৪/৫ দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

আরও পড়ুন: Most Deadliest Avalanche: ইতিহাসের ভয়ংকরতম তুষারধসে মৃত্যু প্রায় ৮০ হাজার, গৃহহীন লক্ষ-লক্ষ! কোথায় ঘটল ভয়ংকর এই বিপর্যয়?

আরও পড়ুন: Deadly Earthquake: ভূমিকম্পের অকল্পনীয় ভয়াবহতা! সরকারি সংস্থা জানিয়েছে, প্রায় ৫০০০ মানুষ...

রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই। সকাল ও সন্ধ্যায় এখন মনোরম পরিবেশই। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তখন এই মনোরম আবহাওয়া উধাও হবে। 

আপাতত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের জেলায়। শুক্রবার উত্তরবঙ্গের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার শুধু দার্জিলিঙেই হালকা বৃষ্টির সম্ভাবনা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More