বাসুদেব চট্টোপাধ্যায়: ঋণের বোঝা বহন করতে না পেরে মা ও পোষ্য কুকুরদের বিষ খাইয়ে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা। এই ঘটনায় মৃত্যু হল মা ও বাড়ির পোষা কুকুরের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নিজে। আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। আসানসোল দক্ষিণ থানার রাসডাঙ্গা এলাকার ঘটনা।
আরও পড়ুন:TMC Leaders Murder: ২৬-এর আগে হাড়হিম খু*ন একের পর এক তৃণমূল নেতা! এবার হলদিয়ায় প্রকাশ্য রাস্তায়...
প্রাথমিক তদন্তে পুলিস এটিকে আত্মহত্যার প্রচেষ্টার ঘটনা বলে মনে করছে। জানা গিয়েছে, যুথিকা দাস ও অরবিন্দ দাসের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং তাদের উপর ঋণের বোঝা ছিল। তারা তাদের বাড়িটি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখেছিলেন। আত্মহত্যার প্রচেষ্টার আগে পুষান তার এক বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি সুইসাইড নোট পাঠিয়েছিলেন, যেখানে তিনি তিন-চারজনের নাম উল্লেখ করেছেন। আসানসোল দক্ষিণ থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, সোমবার রাতে যুথিকা দাস (৭৫) নামে এক বিধবা মহিলা এবং তার একমাত্র অবিবাহিত ছেলে অরবিন্দ দাস ওরফে পুষান (৪৫) তাঁদের নিজেদের বাড়ির দরজা দীর্ঘক্ষণ ধরে খোলেননি। ঘরের ভিতরে পুলিস যুথিকা দেবীকে তার বিছানায় মৃত অবস্থায় পায়। তার ছেলে পুষানকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। তাদের তিনটি পোষা কুকুরও ঘরে মৃত অবস্থায় ছিল। পুষানকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিসিপি সেন্টাল ধ্রুব দাস জানান, অত্যাধিক ধার দেনা হয়ে যাওয়ার জন্য এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আসানসোল দক্ষিণ থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ অঞ্চল জেলা হাসপাতালেও পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানতে পারা যাবে মৃত্যুর কারণ আর কি কি রয়েছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)