Home> রাজ্য
Advertisement

Malda Death: বিয়ের পরই শুরু হয় টাকার দাবি, শেষপর্যন্ত অ্যাসিডেই মর্মান্তিক পরিণতি গৃহবধূর

Malda Death: বিয়ের পর একাধিবার টাকা দাবি। সেই দাবি পূরণ করেও শেষরক্ষা হল না। ভয়ংকর পরিণতি হল ৩ বছরের বিয়ের

Malda Death: বিয়ের পরই শুরু হয় টাকার দাবি, শেষপর্যন্ত অ্যাসিডেই মর্মান্তিক পরিণতি গৃহবধূর

রণজয় সিংহ: রাজ্যে ফের পণের বলি এক গৃহবধূ। শ্বশুরবাড়ির দাবি মত বাপের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা পণ না পাওয়ায় গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় স্বামী-সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃত গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মৌলপুর লেবু বাগান এলাকায়।

পুলিস সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম গৌরী পাল। বয়স ২২। তিন বছর আগে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার হরিপুর এলাকার বাসিন্দা ওই তরুণীর বিয়ে হয়েছিল মালদহের পুরাতন মালদা থানার মৌলপুর লেবু বাগান এলাকার বাসিন্দা প্রশান্ত পালের সঙ্গে। বর্তমানে তাদের দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন-আরামের দিন শেষ! বৃহস্পতিবার হাওয়া বদল, সপ্তাহের শেষেই চড়চড়িয়ে বাড়বে গরম...

আরও পড়ুন-স্ত্রী পরপুরুষের সঙ্গে... হতাশায় ২ সন্তানকে মেরে ভয়ংকর কাণ্ড স্বামীর!

fallbacks

মৃতা গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় এক লক্ষাধিক টাকা পণ হিসাবে দেওয়া হয়। কিন্তু তারপরও প্রতিনিয়ত টাকার জন্য চাপ দেওয়া হত ওই গৃহবধূকে। এমনকি ওই গৃহবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে আবার গৃহবধূর বাপের বাড়ির থেকে ১ লক্ষ টাকা পণ দেওয়া হলে স্বামী প্রশান্ত পাল ঘরে ফিরিয়ে নিয়ে আসে তার স্ত্রীকে। এরই মধ্যে আবার পাঁচ লক্ষ টাকা পণ দাবি করে প্রশান্ত পাল বলে অভিযোগ। টাকা না দিলে খুনের হুমকি দেওয়া হত।

অভিযোগ, ওই ৫ লাখ টাকা না পেয়েই গতকাল রাত্রে ওই গৃহবধূকে অ্যাসিড খাইয়ে স্বামী সহ বাড়ির অন্যান্য সদস্যরা খুন করে। গভীর রাত্রেই ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আজ ভোরে তার মৃত্যু হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More