Home> রাজ্য
Advertisement

গর্ভে কন্যাভ্রূণ থাকায় গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী-ননদ

গর্ভে কন্যাভ্রূণ থাকায় গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী-ননদ

নিজস্ব প্রতিবেদন: গর্ভে কন্যাভ্রূণ থাকায় খুন করা হয়েছে গৃহবধূকে। এমনই অভি‌যোগ উঠল ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বীরভূমের ইলামবাজারের ঘটনা।

কয়েকদিন আগেই ইলামবাজারের অন্তঃস্বত্তা গৃহবধূ রুমা নন্দীর ইউএসজি করা হয়। গর্ভে কন্যাভ্রূণ রয়েছে জানাতে পেরেই রুমাকে মারধর করা হয় বলে অভি‌যোগ রুমার পরিবারের। শুক্রবার রুমার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। রুমার পরিবারের অভি‌যোগ, খুন করেই ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের মেয়েকে।

এদিকে এই ঘটনায় পুলিশ রুমার স্বামী ও ননদকে গ্রেফতার করেছে পুলিস। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন রুমার দাদা উজ্জ্বল সেন ও বাবা তপন সেন।

আরও পড়ুন-স্পেনের অধীন থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করল কাতালোনিয়া

Read More