Home> রাজ্য
Advertisement

Bangaon: ১৫ বছরের দাম্পত্য়ের পর গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু! স্বামী...

মৌমিতার বাপের বাড়ির লোকেরা শ্বশুরবাড়িতে পৌঁছলে সন্দেহ দানা বাঁধে। তাদের দেখা মাত্রই শুরু হয় কান্নাকাটি। 

Bangaon: ১৫ বছরের দাম্পত্য়ের পর গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু! স্বামী...

মনোজ মণ্ডল: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু! থানার দারস্থ পরিবার, গ্রেফতার স্বামী। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে থানার দ্বারস্থ পরিবার। অভিযোগের পরই গ্রেফতার স্বামী। মৃতার নাম মৌমিতা মুখোপাধ্য়ায়। মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বনগাঁ থানা এলাকার কলেজ পাড়ায়।

জানা গিয়েছে, প্রায় বছর ১৫ আগে মৌমিতার সঙ্গে দেখাশোনা করেই বিয়ে হয় প্রণব মুখার্জি ওরফে খোকার। তারপর থেকেই আর্থিক নানা সমস্যার কারণে ধার দেনার জন্য চাপ সৃষ্টি করা হত স্ত্রী মৌমিতার উপর। নানা জায়গা থেকে টাকা ধার নেওয়া ঘটনাও জানা গিয়েছে। সেই টাকা ফেরত না দিতে পারার কারণে মানসিকভাবে চাপে ছিলেন ওই গৃহবধূ। এরই পাশাপাশি চলত মানসিক ও শারীরিক নির্যাতন। দাবি মৌমিতার পরিবারের। অভিযোগ, শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরাও তাঁর উপর নির্যাতন চালাতেন। মঙ্গলবার সকালে স্থানীয় এলাকার মানুষের ফোন পেয়েই মৌমিতা মুখার্জির বাপের বাড়ির লোকেরা হাসপাতালে পৌঁছলে জানতে পারেন, মৃত্যু হয়েছে মৌমিতার।

এরপরই মৌমিতার বাপের বাড়ির লোকেরা শ্বশুরবাড়িতে পৌঁছলে সন্দেহ দানা বাঁধে। তাদের দেখা মাত্রই শুরু হয় কান্নাকাটি। এই পরিস্থিতিতে পরিবার থানার দ্বারস্থ হতেই গা ঢাকা দেয় মৃতার স্বামী। মৃত্যুর কারণ ঘিরে সন্দেহ তৈরি হয় মৃতার পরিবারের। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস পরবর্তীতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে ঠিক কী কারণে মৃত্যু হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও অভিযুক্তের পরিবারের তরফে দাবি করা হয়েছে যে, কলপাড়ে পড়ে গিয়েই আঘাত লেগে মৃত্যু হয়েছে ওই গৃহবধুর। তবে মৃতার পরিবারের দাবি, তাদের মেয়েকে চক্রান্ত করেই মারা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে পরিবার। এই ঘটনায় গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে আজ বনগাঁ মহকুমা আদালতে পেশ করে পুলিস।

আরও পড়ুন, Bankura: ভরসন্ধ্য়ায় আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা! অভিযোগ দায়েরের ৪৫ মিনিটেই গ্রেফতার অভিযুক্ত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More