Home> রাজ্য
Advertisement

Midnapore: অনলাইন গেমের ফাঁদে বিপুল দেনা, চরম সিদ্ধান্ত যুবকের...

Midnapore: বর্তমান সময়ে অনলাইন বেটিং গেম খেলে কেউ কেউ করছে উপার্জন আবার কেউ কেউ খোয়াচ্ছেন হাজার হাজার  টাকা। মোবাইলে অনলাইন বেটিং গেমে আসক্ত হয়ে দেনা, আত্মহত্যা ছাত্রের...

Midnapore: অনলাইন গেমের ফাঁদে বিপুল দেনা, চরম সিদ্ধান্ত যুবকের...

কিরণ মান্না: মোবাইলে অনলাইন বেটিং গেমে আসক্ত হয়ে দেনা, আত্মহত্যা ছাত্রের, চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদলে। 

আরও পড়ুন: West Bengal News LIVE Update: পায়রা নিয়ে তুলকালাম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গৃহবধূ

বর্তমান সময়ে অনলাইন বেটিং গেম খেলে কেউ কেউ করছে উপার্জন আবার কেউ কেউ খোয়াচ্ছেন হাজার হাজার  টাকা। এবার গেম খেলে বিপুল টাকা ঋন হয়ে পড়ায় অবসাদে কলেজ হোস্টেলে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করার ঘটনা ঘটল মহিষাদলের ক্ষুদিরাম বোস কলেজ অফ ফার্মাসীতে। মৃত ছাত্রের নাম অভিজিৎ পাত্র(২২)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়৷ অভিজিৎ ব্যাচেলার অফ ফিজিও থেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

এদিন হোস্টেলের অন্যান্য পড়ুয়ারা কলেজে চলে গেলেও বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও অভিজিৎকে দেখা যাচ্ছিলো না। পাশের রুমের একছাত্র অভিজিৎকে ফোনে না পেয়ে নিরাপত্তারক্ষীকে ফোন করে বলে অভিজিৎকে ফোনে পাচ্ছিনা রুমে গিয়ে দেখুন একবার কোথায় আছে। নিরাপত্তারক্ষী জানায়, রুমে গিয়ে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। ভেতর থেকে লক করা ছিলো। দরজা ভেঙে দেখে অভিজিৎ ফ্যানের সঙ্গে গলায় গামছা ফাঁস লাগিয়ে ঝুলছে। এরপর খবর দেওয়া হয় মহিষাদল থানায়। মহিষাদল থানার পুলিস দেহটি উদ্ধার করে নিয়ে যায়। নিরাপত্তারক্ষী জানায় রুম থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। অনলাইন বেটিং গেম খেলে প্রচুর টাকা দেনা হয়ে গেছে তাই এই চরম সিদ্ধান্ত।

আরও পড়ুন: West Bengal Weather Update: চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, শুক্রবার থেকে প্রবল ঝড়বৃষ্টিতে তোলপাড় হবে এইসব জেলা

কলেজের হোস্টেল আবাসিক ছাত্র মৃদুল পাল জানান, 'আমি ওর থেকে জুনিয়র। পাশের রুমে থাকতাম। একটি দরকারের জন্য সকাল থেকে বেশ কয়েকবার ফোন করেও না পাওয়ায় নিরাপত্তা রক্ষীকে বিষয়টি জানাই । তার পর জানতে পারি রুমের মধ্যে আত্মহত্যা করেছে। শুনে খুব খারাপ লাগছে।'

সিকিউরিটি সুমন্ত দে বলেছেন, 'পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।' মৃদুল পাল হোস্টেলের আবাসিক ছাত্র জানিয়েছে, অভিজিৎ একেবারে পাশের ঘরে থাকায় খুবই খারাপ লাগছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More