Home> রাজ্য
Advertisement

বজবজে গৃহবধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী ও ভাশুর

দেখতেও সুন্দরী নন। চাকরিও করেন না। তাই দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। শেষমেশ প্রাণে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাডির বিরুদ্ধে। বজবজের চড়িয়ালের গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস স্বামী ও ভাশুরকে গ্রেফতার করেছে।

বজবজে গৃহবধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী ও ভাশুর

নিজস্ব প্রতিনিধি : দেখতেও সুন্দরী নন। চাকরিও করেন না। তাই দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। শেষমেশ প্রাণে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাডির বিরুদ্ধে। বজবজের চড়িয়ালের গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস স্বামী ও ভাশুরকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন- ছেলের বিরুদ্ধে নাবালিকা অপহরণের অভি‌যোগ, বাবাকে তুলে নিয়ে গেল পুলিস!

৫৫ বছরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বুদ্ধদেব পাঁজার সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় ওরিয়েন্টাল মোড়ের জয়ন্তী ঢালের। অভিযোগ বিয়ের ছ'মাস পর থেকেই জয়ন্তীর ওপর মানসিক নির্যাতন শুরু হয়। সপ্তাহে পাঁচদিন বাপের বাড়িতে থাকতে হবে। জয়ন্তীর ওপর নাকি এমনই শর্ত চাপানো হয়েছিল। রবিবার রাতে জয়ন্তীর বাপের বাড়িতে খবর যায় মেয়ে আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে জয়ন্তীকে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তাঁরা। মৃতার শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ননদের নামে অভিযোগ করেছে পরিবার। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

Read More