Home> রাজ্য
Advertisement

Wife killed husband: স্বামী নিখোঁজ, থানায় অভিযোগ স্ত্রীর! ছেলের বয়ানেই গল্পই ঘুরে গেল...

South 24 Parganas: প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন। তারপর মৃতদেহ জঙ্গলে ফেলে দিয়ে আসে। এখানেই শেষ নয়, এইসবের পর স্ত্রী নিজে থানায় গিয়ে স্বামীর অপহরণের অভিযোগ দায়ের করে আসে। ছেলের বিস্ফোরক বয়ানেই বেরিয়ে আসে আসল তথ্য।

Wife killed husband: স্বামী নিখোঁজ, থানায় অভিযোগ স্ত্রীর! ছেলের বয়ানেই গল্পই ঘুরে গেল...

নকিব উদ্দিন গাজী: অবৈধ সম্পর্ক জেরে স্বামীকে খুন করে অপহরণের নাটক। ধরা পড়ল স্ত্রী ও প্রেমিক। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার ঘটনা। জানা গিয়েছে, উস্তি থানার হরিহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিবপুর স্কুলের পাশের জঙ্গল থেকে প্রায় দুই মাস নিখোঁজ থাকা মহসিন হালদারের মৃতদেহ উদ্ধার করল পুলিস।

আরও পড়ুন:Siliguri: ঘর ভাসছে র*ক্তে! ভাঙা আলমারি, রহস্য উন্মোচনে হিমশিম খাচ্ছে পুলিস...

পুলিস সূত্রে জানা গেছে, মে মাসে মহসিনের স্ত্রী তনুজা বিবি স্বামীর অপহরণের অভিযোগ দায়ের করেন উস্তি থানায়। কিন্তু তদন্ত চলাকালীন তনুজা পুলিসের সঙ্গে অসহযোগিতা শুরু করেন। এরপর পুলিস মহসিনের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। তদন্তে উঠে আসে, তনুজা বিবি তার প্রেমিক হাবিবুল্লাহ খানের সঙ্গে মিলেমিশে মহসিন হালদারকে খুন করে দেহ ঝোপের মধ্যে ফেলে দেন।

সোমবার পুলিস ওই স্থান থেকে মৃতদেহের কঙ্কাল উদ্ধার করে। এই ঘটনায় তনুজা ও হাবিবুল্লাহকে গ্রেফতার করে আদালতে পেশ করে। পুলিসি হেফাজতে নিয়ে তদন্ত  শুরু করেছে।

আরও পড়ুন:Bengal Weather Update: বঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব! ফের বানভাসি বাংলা, আবহাওয়ার লেটেস্ট আপডেট...

উল্লেখ্য, কিছুদিন আগেই অন্যদিকে স্বামীকে নৃশংস খুনের পরিকল্পনা ভেস্তে যায় স্ত্রীর। উত্তর প্রদেশের বরেলিতে শ্বশুরবাড়ির লোকজনের পরিকল্পিত হত্যাচেষ্টার পর এক ব্যক্তিকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়।  রাজীব নামে ওই ব্যক্তি একজন চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। এক অচেনা ব্যক্তি তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে ইজ্জতনগর থানা এলাকার অন্তর্গত। অভিযোগ, রাজীবের স্ত্রী সাধনা এই হত্যার ছক কষেন এবং তাঁর পাঁচ ভাই ভগবান দাস, প্রেমরাজ, হরিশ ও লক্ষ্মণ-সহ একটি দলবল ভাড়া করে এই হামলার পরিকল্পনা করেন। ২১ জুলাই রাতে মোট ১১ জন রাজীবের বাড়িতে চড়াও হয়। তাঁরা রাজীবের একটি হাত ও পা ভেঙে দেয়। পরিকল্পনা ছিল তাঁকে জীবন্ত কবর দেওয়ার। সে কারণেই তাঁকে সিবিগঞ্জ এলাকার একটি জঙ্গলে নিয়ে গিয়ে একটি গর্ত খোঁড়া হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অচেনা ব্যক্তি সেখানে উপস্থিত হওয়ায় অভিযুক্তরা পালিয়ে যায়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More