Home> রাজ্য
Advertisement

Husband kills wife: ডিভোর্স চাওয়া স্ত্রীকে কোপাল পুরুলিয়ার পিশাচ! তারপর নিজেই স্টেশনে গিয়ে...

Purulia Incident: ফের স্বামীর চরম কাণ্ডের শিকার স্ত্রী। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। তারপর অভিযুক্ত স্বামীর মৃতদেহ উদ্ধার হয় স্টেশন থেকে।

Husband kills wife: ডিভোর্স চাওয়া স্ত্রীকে কোপাল পুরুলিয়ার পিশাচ! তারপর নিজেই স্টেশনে গিয়ে...

মনোরঞ্জন মিশ্র: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন(Murder) করে আত্মঘাতী (Suicide)স্বামী। ঘটনাটি ঘটে পুরুলিয়া (Purulia) শহরের নাপিতপাড়ায়। মৃতদের নাম চিন্টু সিং ও নীহা মাহালি ।

জানা গিয়েছে, প্রায় দু'বছর আগে পুরুলিয়া শহরের বাসিন্দা নীহা মাহালি ও চিন্টু সিং বিয়ে করে। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে প্রায়শই অশান্তি দেখা দেয়। সম্প্রতি স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করে। বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে মামলাও করে তারা। এরই মধ্যে ঘটে মর্মান্তিক পরিণতি। মঙ্গলবার রাতে নীহা মাহালির বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে চিন্টু সিং। 

নীহার চিৎকার শুনে প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পুরুলিয়া-আদ্রা রেল শাখার উপর তেলকল পাড়া রেল গেটের অদূরে চিন্টু সিংএর দেহ উদ্ধার হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিস। গ্রেফতার করা হয়েছে চিন্টুর সিংয়ের মা সুরভী সিংকে। 

আরও পড়ুন:Pahalgam Terror Attack: 'পাকিস্তানে ঢুকে মেরে আসব'! হাফিজ সইদকে বিরাট হুমকি লরেন্স বিষ্ণোইয়ের...

উল্লেখ্য, কিছুদিন আগেই অনলাইনে জুয়ার নেশায় রক্তারক্তি কাণ্ড ঘটে। । স্ত্রীকে গলা কেটে খুন! শেষে থানায় গিয়ে আত্মসমপর্ণ করলেন স্বামী। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুরের। 

স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুদ্ধদেব সরকার। টাকা পয়সা নিয়ে স্ত্রী শ্রাবণীর সঙ্গে প্রায় গণ্ডগোল লেগেই থাকত তাঁর। অভিযোগ, অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন বুদ্ধদেব। আসক্তি এতটাই ছিল যে, পরিবারের রীতিমতো আর্থিক সংকটে দেখা দিয়েছিল। দেনার পরিমাণ বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল ১৫ লক্ষে! সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত।

আরও পড়ুন:Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে যখন চলছে গুলি, তখন হরিয়ানায় আইসক্রিম বেচছেন পাকিস্তানের 'সাংসদ'! ২৫ বছর ধরে...

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More