Home> রাজ্য
Advertisement

Dilip Ghosh: বেশ করেছি, তরোয়াল ধরেছি! ওদের হাতে জোর নেই, তাই পারে না: দিলীপ

Dilip Ghosh: শেষ লগ্নে অস্ত্র হাতে দিলীপ, তৃণমূলের কটাক্ষের জবাবও দিলেন মেজাজেই 'রামনবমীর শোভাযাত্রার অস্ত্র থাকবেনা, এটা হয় নাকি!' সোমবার সকালে খড়্গপুরের প্রাক্তন কাউন্সিলর...

Dilip Ghosh: বেশ করেছি, তরোয়াল ধরেছি! ওদের হাতে জোর নেই, তাই পারে না: দিলীপ

ই গোপি: 'তোমাদের হাতের জোর নেই...!' শেষ লগ্নে অস্ত্র হাতে দিলীপ, তৃণমূলের কটাক্ষের জবাবও দিলেন মেজাজেই 'রামনবমীর শোভাযাত্রার অস্ত্র থাকবেনা, এটা হয় নাকি!' হুমকি দিয়ে রেখেছিলেন সাত সকালেই। নজর রেখেছিল পুলিসও। সাবধানী দিলীপ তাই দিনভর বাইক (বুলেট) ছুটিয়েছেন, লাঠি ঘুরিয়েছেন, হাতে তুলে নিয়েছেন 'নকল' গদাও; তবে 'অস্ত্র' ধরেননি! 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

একেবারে শেষলগ্নে এসে নিজের কথা রেখেছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রবিবার রাতে খড়্গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় রামনবমী উদযাপন সমিতির মঞ্চে হাতে তুলে নিয়েছেন ধারালো তরোয়াল! আর তারপরই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। 

আরও পড়ুন: West Bengal News LIVE Update: চোখে জল চাকরিহারাদের! আজ মুখ্যমন্ত্রী কী আশ্বাস দেবেন? নজর দিনভর।

সোমবার সকালে খড়্গপুরের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দেবাশীষ চৌধুরী বলেন, 'শেষ লগ্নে এসে উনি প্ররোচনা দেওয়ার চেষ্টা করলেন! তাই হাতে ধারালো অস্ত্র তুলে নিয়েছেন। আমাদের নেত্রী রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও রামনবমী পালন করেছি। আমাদের নেত্রীকে হাতে অস্ত্র তুলে নিতে হয়নি। তাঁর হাতে আছে শুভেচ্ছা বার্তা! মহাত্মা গান্ধীর হাতেও অস্ত্র ছিল না। অস্ত্র ছিল নাথুরাম গডসের হাতে! তৃণমূলও প্রস্তুত আছে, অশান্তি বাঁধানোর চেষ্টা হলে রাস্তায় নেমেই এর জবাব দেওয়া হবে।' পাল্টা পাল্টা জবাব অবশ্য দিলীপ তাঁর নিজের মেজাজেই দিয়েছেন। 

আরও পড়ুন: West Bengal Weather Update: দক্ষিণ আন্দামান সাগরে চক্রবৎ ঘূর্ণাবর্ত! নিম্নচাপ ও বৃষ্টির প্রবল সম্ভাবনা...

খড়গপুর শহরের বোগদাতে চা-চক্র থেকে তাঁর হুঁশিয়ারি, 'দিলীপ ঘোষ তো আগেও তরোয়াল ধরেছে, আগামী দিনেও ধরবে। তোমাদের হাতের জোর নেই, তাই ধরতে পার নি।' দেবাশীষ চৌধুরীর রাস্তায় নামার হুঁশিয়ারিকেও কটাক্ষ করেছেন দিলীপ, 'গতকাল রাস্তায় নামল না কেন? এত ভয় কেন?...রাম বিজেপি-র এটা কে শুরু করেছে? অনেকে অবশ্য বুঝতে পেরেছে, সময় খারাপ আসছে তৃণমূলের অনেক এমএলএ-এমপি'রাও তাই রামের কাছে এসেছেন... অনেকের মনের মধ্যে এখনো পাপ আছে তাই রাম নাম মুখে আসছে না!'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More