Home> রাজ্য
Advertisement

Bankura: বাঁকুড়ার বিভীষিকা! অন্ধকার গলিতে আনমনে হাঁটছে দশের বালিকা, আচমকা মুখ চেপে গায়ে নোংরা হাত...

Bankura Crime News: ক্রমবর্ধমান শ্লীলতাহানির ঘটনায় আশেপাশের সবাই আতঙ্কিত। বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছে স্থানীয় বালিকা-কিশোরীরা। 

Bankura: বাঁকুড়ার বিভীষিকা! অন্ধকার গলিতে আনমনে হাঁটছে দশের বালিকা, আচমকা মুখ চেপে গায়ে নোংরা হাত...

মৃত্যঞ্জয় দাস:  পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা,  বাঁকুড়ায় গ্রেফতার যুবক 

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার তালডাংরা থানার পুলিস। পুলিস জানিয়েছে ধৃত যুবকের নাম্র নূর ইসলাম মল্লিক। ধৃত যুবককে আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। স্থানীয়ভাবে জানা গেছে গত সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী পাড়ার অদূরে থাকা বাজারে চকোলেট, বিস্কুট কিনতে যায়। সেখান থেকে ফেরার পথে আচমকাই ওই ছাত্রীর পথ আটকায় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক। 

অভিযোগ নাবালিকাকে অন্ধকার একটি গলিতে টেনে নিয়ে গিয়ে হাতে করে মুখ চাপা দিয়ে ওই ক্ষুদে পড়ুয়ার শ্লীলতাহানি করে যুবক। কোনওক্রমে অভিযুক্ত যুবকের হাত ছাড়িয়ে সেদিন বাড়িতে ফিরে আসে ওই পড়ুয়া। পরিবারের দাবি বাড়িতে ফিরেই ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে ওই পড়ুয়া। 

পরে জ্ঞান ফিরে এলে ঘটনার কথা পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। 

পরিবারের দাবি বুধবার ফের ওই যুবককে নিগৃহীতার স্কুলের সামনে ঘোরাফেরা করতে দেখে তাকে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা আটক করে তালডাংরা থানায় খবর দেয়। পরে পুলিস ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তকে পুলিসর হাতে তুলে দেওয়া হয়। পুলিস ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:  Trumps Tariffs on India News: শুল্ক-গুঁতো মারার পরও ট্রাম্পের রাগ কমছে না! বললেন, ভারত-রাশিয়া নিজেদের মৃত অর্থনীতি নিয়ে ডুবে মরুক...

আরও পড়ুন:  Delhi Horror: জল্লাদ বাবা! মা-বাবার তুলকালাম ঝগড়ায় স্কুল থেকে ফেরার আগেই বলি ১০ বছরের ছেলে ...

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More