Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: ২১ জুলাই বিরাট স্বস্তি, ভারী বৃষ্টিতে ভিজবে না দক্ষিণ! ভাসবে উত্তরবঙ্গ ! ২৪ তারিখ ফের বড় বদল...

Weather Update: বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। 

Bengal Weather Update:  ২১ জুলাই বিরাট স্বস্তি, ভারী বৃষ্টিতে ভিজবে না দক্ষিণ! ভাসবে উত্তরবঙ্গ ! ২৪ তারিখ ফের বড় বদল...

সন্দীপ প্রামাণিক: 

আজ বিকেলের আবহাওয়া

২৪ শে জুলাই থেকে বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে ২২ শে জুলাই এ পর্যন্ত। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার ২৩ শে জুলাই থেকে। বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ২৪ ও ২৫ জুলাই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে ২৬ শে জুলাই পর্যন্ত

মৎস্যজীবীদের ২৪ শে জুলাই থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে-

★রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি নদিয়া মুর্শিদাবাদ জেলাতে। 

★★সোমবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে বজ্র বিধিসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ দক্ষিন বঙ্গের অন্যান্য জেলা কেউ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। 

★★★মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অনেকটা কমবে।

★★★বুধবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতাতে।

★★★★বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। 

★★★★★শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে অতি ভারি বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলী বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।

আরও পড়ুন: Dharmasthala skeletons recovery horror story: ৫০০ বডি সরিয়েছি! যৌ*ন নির্যাতনের পর ধর্মস্থল মন্দির চত্বরেই ১০০ নারীরও গণকবর! সাংসদের চিঠি, বড় আপডেট...

উত্তরবঙ্গে- 

★আজ রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক পশলা। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জলপাইগুড়ি জেলাতে। উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। 

★★সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

★★★মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক পশলা চলবে উত্তরবঙ্গে। 

★★★★বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তর বঙ্গের সব জেলাতে। 

★★★★★শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।

আরও পড়ুন: Saudi's 'Sleeping Prince' Death: ২০ বছর কোমায়! লন্ডনে পথ দুর্ঘটনায় আহত ঘুমন্ত রাজপুত্রের অবশেষে মৃ*ত্যু... পুত্রশোকে রাজা...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More